New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/07/cats-270.jpg)
খাওয়ার পরে মিলবে ঘুমানোর সুবিধাও।
খাওয়ার পরে মিলবে ঘুমানোর সুবিধাও।
খাওয়ার পরে মিলবে ঘুমানোর সুবিধাও।
খাওয়া-দাওয়া শেষে রেস্টুরেন্টই রয়েছে ঘুমানোর ব্যবস্থা! ক্রেতা টানতেই বিশেষ আয়োজন? নেপথ্যে কারণ জানলে অবাক হবেন। কথাতেই আছে মানুষ 'খেতে পেলে শুতে চায়'! সেই ধারণা একেবারে খাতায় কলমে সামনে এনেছে এক জনপ্রিয় রেস্তোরাঁ।
দেদার খানা-পিনার পর রাত হয়ে গিয়েছে? রেস্তোরাঁতেই রয়েছে ঘুমানোর ব্যবস্থা। মানুষজন বন্ধু-বান্ধব অথবা আত্মীয়-স্বজনদের নিয়ে রেস্তোরাঁয় আসেন লোভনীয় সব জিভে জল আনা খাবার খেতে। কিন্তু আজ এমন এক অনন্য রেস্তোরাঁর কথা সামনে এসেছে, যেখানে খাওয়ার পরে মিলবে ঘুমানোর সুবিধাও।
আপনি যখনই একটি রেস্টুরেন্টে খেতে যান। খাওয়া-দাওয়া শেষে অনেকে ভাবেন এখানেই একটু জিরিয়ে নিলে মন্দ হয় না। খাওয়ার পর 'একটু ঘুম' এমনই চমৎকার ধারণা নিয়ে এসেছে এক রেস্তোরাঁ। এমন ইচ্ছা পূরণ হতে পারে জর্ডানিয়ান রেস্টুরেন্টে।
জর্ডানের রাজধানী আম্মানে একটি রেস্তোরাঁয় ক্রেতাদের খাওয়া শেষে ঘুমানোর জন্য করেছে বিশেষ ব্যবস্থা। জর্ডানের একটি রেস্তোরাঁ তার গ্রাহকদের দেশের জাতীয় খাবার 'মানসাফ' খাওয়ার পর ঘুমানোর ব্যবস্থা করেছে। মানে খাওয়া-দাওয়া করে ঘুমিয়ে ফিরে যাওয়া এই আর কী!
Have you ever needed to take a nap after a great meal 🤤? This restaurant in Jordan lets you enjoy the country’s national dish, mansaf, and afterward take a nap in its sleeping area. pic.twitter.com/Qdru4yFjFt
— NowThis (@nowthisnews) July 21, 2023
জর্ডানের জাতীয় খাবার 'মানসাফ'কে 'ভারী খাবার' হিসাবে গণনা করা হয়। প্রচুর পরিমাণে ঘি এবং মাংসের মত উপাদান দিয়ে এই খাবারটি তৈরি হয়। যা খেয়ে বিশ্রাম না নেওয়া ছাড়া উপায় নেই। গ্রাহকদের এই অনুভূতি উপলব্ধি করে, জর্ডানের রাজধানী আম্মানেরঈই রেস্তোরাঁ খাওয়া শেষে বিশেষ বিছানা্র ব্যবস্থা করেছে। যাতে গ্রাহকরা খাবারটি উপভোগ করার পরে আরামে ঘুমাতেও পারেন।
রেস্তোরাঁর মালিক মুসাব মুবেদিন জানিয়েছেন, 'বিছানার ধারণাটি একটি রসিকতা হিসাবেই নিয়ে আসা হয়। , অনেক গ্রাহক পরামর্শ দিয়েছিল যে রেস্তোরাঁর অভ্যন্তরে বিছানা থাকা উচিত যাতে ডিনার শেষে আরামে ঘুমাতে পারেন। কিছু গ্রাহক রেস্তোরাঁর কর্মীদের ঘুমানোর জন্য রেস্তোরাঁয় বিছানা রাখার পরামর্শ দিয়েছিলেন। তাই রেস্তোরাঁয় খাওয়ার পর চালু করা হয়েছে বিশেষ এক ঘুমের পর্ব।