Baby Chef ! রান্নার ‘প্রতিভা’ তাক লাগাবে আপনাকেও, চিনে নিন 'বিস্ময় বালক’কে

শেষ পর্যন্ত তৈরি করা জিলাপির স্বাদও নিতে দেখা যায় সভ্যকে।

author-image
IE Bangla Web Desk
New Update
cooking talent, Viral Video, Trending Video, Viral On Social Media, viral On Internet, strange news, bizarre news, bizarre story, amazing news, strange news, interesting news, viral news, trending news, viral, trending, ajeebogarib, hatke news, ajab gajab, zara hatke, khabar hatke,

মাত্র সাত বছর বয়সেই জিলাপি বানিয়ে তাক লাগালেন একরত্তি। ভিডিও ভাইরাল হতেই তাজ্জব নেটপাড়ার মানুষজন। যে বয়সের শিশুরা সাধারণত খেলা-ধুলায় মেতে থাকেন, সেই বয়সেই রান্নার প্রতিভায় বিশ্বজুড়ে নাম কুড়িয়েছে এই বালক।

Advertisment

২০টিরও বেশি খাবার তৈরিতে রীতিমত পটু এই বিষ্মইয় বালক। মাত্র চার বছর বয়স থেকেই রান্নাঘরে একের পর এক তাক লাগানো রেসিপিতে সকলকেই চমকে দিয়েছে এই খুদে। এখন তার একটি নতুন ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে।  

ভিডিওটি mymom_taughtmethis অ্যাকাউন্ট থেকে Instagram এ শেয়ার করা হয়েছে। ভিডিওতে এই ছোট ছেলেটিকে জিলাপি বানাতে দেখা যায়। মাত্র ৭ বছর বয়সেই  রান্নাঘরে ম্যাজিক দেখাচ্ছেন এই একরত্তি। রাজস্থানী পাপড় তরকারি থেকে শুরু করে চকলেট কেক, এমন কিছু নেই যা সে রান্না করতে পারে না।  

Advertisment

জানা গিয়েছে শিশুটির নাব সভ্য গুপ্তা এবং যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে সেটি তার মায়ের অ্যাকাউন্ট। তিনি তার বায়োতে ​​লিখেছেন, বেবি শেফ সভ্য এবং মা। ভিডিওতে দেখা যাচ্ছে একেবারে পাকা কারিগরের মত সে রান্নাঘরে জিলাপি বানাচ্ছেন। শেষ পর্যন্ত তৈরি করা জিলাপির স্বাদও নিতে দেখা যায় সভ্যকে। জানা গিয়েছে সভ্য নিজেই তাঁর বাড়িতে আসা অতিথিদের জন্য পকোড়াও তৈরি করেন।

viral Trending News