Viral Video: মাঝে মধ্যেই সংবাদ শিরোনামে উঠে আসে ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যুর ঘটনা। সেই সংক্রান্ত একটি মর্মান্তিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
একটি হৃদয় বিদারক ঘটনা ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে একটি হাতি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় গুরুতর জখম হয়ে রেল লাইনের উপর পড়ে রয়েছে। ওঠার চেষ্টা করেও হাতিটি হোঁচট খেয়ে ফের ট্র্যাকে পড়ে যায়।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিও দেখে বুক ফেটে গিয়েছে পশু প্রেমীদের। ভিডিওতে দেখা যাচ্ছে, হাতিটি হাঁটতে পারছে না এবং প্রচণ্ড যন্ত্রণায় কাতর হয়ে পড়েছে সে। হাতি হোঁচট খেয়ে ফের রেললাইনেই পড়ে যাচ্ছে। ভিডিওটি '@SageEarth' নামের একটি পেজ থেকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ শেয়ার করা হয়েছে। ভাইরাল হওয়া এই ভিডিওটি এই খবর লেখা পর্যন্ত ১০ লাখ মানুষ দেখেছেন।
ভিডিওর ক্যাপশনে এই দুর্ঘটনার তথ্য দিয়ে বলা হয়েছে, ১০ জুলাই সন্ধ্যায় একটি হাতি 'কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস' ট্রেনের ধাক্কায় গুরুতর যখন হয়। হাতিটি রেললাইন পেরোনোর চেষ্টা করছিল সেই সময় দ্রুতগতিতে আসা ট্রেন তাকে ধাক্কা দেয়।
আরও পড়ুন- <Worlds largest crocodile: দেখা মিলল বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর কুমিরের, গিলে খেতে পারে আস্ত মানুষকে!>
ভিডিওতে দেখা যায় হাতিটি রেললাইনে ওঠার চেষ্টা করলেও পারছে না। কোনোভাবে হাতিটি তার ক্ষতবিক্ষত শরীরে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু হাঁটতে না পেরে রেললাইনে পড়ে যায়। বারবার হোঁচট খাচ্ছে, পড়ে যাচ্ছে। ভিডিওর শেষে দেখা যায়, ভিডিওটির কমেন্ট সেকশনে আরও বলা হচ্ছে, হাতিটির কোনো চিকিৎসা না হওয়ায় হাতিটির মৃত্যু হয়েছে।