Advertisment

Viral Video: মাথা উঁচু করে সমাজে বাঁচুক মেয়ে! ডিভোর্সের পর 'রাজকন্যাকে' বাড়ি ফেরাতে অভিনব উদ্যোগ বাবার

প্রতিটা বাবাই মেয়েকে ভালো রাখতে তার দায়িত্বে কোন রকমের খামতি রাখেন না। তবে সম্প্রতি এক বাবা মেয়ের ডিভোর্সের অনুষ্ঠান যেভাবে সেলিব্রেট করেছেন তা হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়ার আলোচনার বিষয়।

author-image
IE Bangla Web Desk
New Update
"divorce celebration, Indian divorce celebration, divorce band baja, divorce celebrated wirh band baja, offbeat news"

প্রতিটা বাবাই মেয়েকে ভালো রাখতে তার দায়িত্বে কোন রকমের খামতি রাখেন না। তবে সম্প্রতি এক বাবা মেয়ের ডিভোর্সের অনুষ্ঠান যেভাবে সেলিব্রেট করেছেন তা হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়ার আলোচনার বিষয়।

শ্বশুরবাড়ির অত্যাচার থেকে মেয়েকে সসম্মানে বাড়ি ফিরিয়ে আনলেন বাবা। হ্যাঁ এমনই এক ঘটনা সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। আর এই ঘটনা ভাইরাল হতে লোকে বাবার উদারতাকে ধন্য ধন্য করেছেন।

Advertisment

প্রত্যেক বাবার কাছে তাঁর মেয়ে রাজকন্যার চেয়ে কম কিছু নয়। ছোট থেকে মেয়েকে বড় করে তোলা, শখ-আহ্লাদ মিটিয়ে তাকে মানুষের মতো মানুষ করার পর বিয়ে দিয়ে মেয়েকে বিদায় জানানো। এটাই বাবাদের দায়িত্ব-কর্তব্যের মধ্যে পড়ে।

প্রতিটা বাবাই মেয়েকে ভালো রাখতে তার দায়িত্বে কোন রকমের খামতি রাখেন না। তবে সম্প্রতি এক বাবা মেয়ের ডিভোর্সের অনুষ্ঠান যেভাবে সেলিব্রেট করেছেন তা হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়ার আলোচনার বিষয়।

কানপুরের এক ব্যক্তি তার মেয়ের ডিভোর্সের পর তাকে বাড়ি ফিরিয়ে আনতে আয়োজনের কোন খামতি রাখেন নি। রীতিমত ব্যাণ্ডপার্টি বাজিয়ে, নাচ-গানের মধ্য দিয়ে তিনি আদরের মেয়েকে বাড়ি ফিরিয়ে আনেন।

জানা গিয়েছে, ওই ব্যক্তির নাম অনিল কুমার। পেশায় তিনি একজন বিএসএনএল কর্মী। তার মেয়ে উরভি পেশায় ইঞ্জিনিয়ার। বিয়ের পর চেষ্টা করেও বিয়ে টেকেনি। তা বলে লোকসমাজে মেয়েকে লুকিয়ে না রেখে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে মেয়েকে বাড়ি নিয়ে আসেন তিনি।
অনিল বাবু বলেন, "যেভাবে আমি মেয়েকে বিয়েতে বিদায় দিয়েছিলাম ঠিক সেভাবেই ওকে আমি বাড়ি নিয়ে এসেছি। আমরা চাই সে ও নতুন করে জীবন শুরু করুক”।

উরভি ২০১৬ সালে পেশায় কম্পিউটার ইঞ্জিনিয়ার পাত্রকে বিয়ে করে দিল্লিতে থাকতেন। কিছুদিন পর দম্পতির একটি মেয়েও হয়। এরপরই অশান্তির সূত্রপাত। অভিযোগ উরভির শ্বশুরবাড়ির লোকেরা যৌতুকের জন্য তার সঙ্গে বারেবারে দুর্ব্যবহার করেছেন। অবশেষে আদালতের নির্দেশে ডিভোর্সটাও হয়ে যায় দম্পতির।

উরভির মা, কুসুমলতা বলেন, "আমি আমার মেয়ে এবং নাতনিকে আপাতত নিজের কাছেই রাখতে চাই। জীবনে ভালো থাকার অধিকার ওর-ও আছে"।

viral
Advertisment