করিনা ও করিশ্মা কাপুরের পিসতুতো ভাই আরমান জৈনের বিয়ে। ছোটবেলার বন্ধু অনিশা মালহোত্রার সঙ্গেই বিয়ে করছেন তিনি। গত বছর জুলাইতে বাগদান সেরেছেন আরমান-আনিশা। তাদের রিসেপশন পার্টিতেই নজর কাড়লেন শাহরুখ খান ও গৌরি খান।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, শাহরুখ এবং গৌরী তনু ওয়েডস মনু ছবির “সাড্ডি গালি” গানের সঙ্গে চুটিয়ে নাচ করছিলেন। এরপরই মঞ্চে বাজতে থাকে বানটি অর বাবলির “কাজরা রে” গানটি। গানের তালে তালে কোমড় দুলিয়ে মঞ্চ মাতাচ্ছিলেন, খান ঘরণী। কিন্তু এমন সময় মঞ্চে উঠে আসেন পরিচালক করন জোহর। শাহরুখ খানকে সরিয়ে গৌরির সঙ্গে নাচতে থাকেন তিনি। মঞ্চ থেকে নেমে যেতে হয় তাঁকে।