পাকিস্তানী 'যমজ ভাইকে' দেখে চমকে গেলেন করণ জোহার নিজেই!

করণ জোহারেরও একজন যমজ ভাই আছে জানতেন? উত্তরটা নিশ্চয়ই না। তাহলে জানাই, করণ জেহারেরও একজন যমজ ভাই রয়েছেন। আর তিনি থাকেন পাকিস্তানে।

করণ জোহারেরও একজন যমজ ভাই আছে জানতেন? উত্তরটা নিশ্চয়ই না। তাহলে জানাই, করণ জেহারেরও একজন যমজ ভাই রয়েছেন। আর তিনি থাকেন পাকিস্তানে।

author-image
IE Bangla Web Desk
New Update
karan-johar-looklike-759

করণের মত দেখতে সেই ব্যক্তি।

করণ জোহারেরও একজন যমজ ভাই আছে জানতেন? উত্তরটা নিশ্চয়ই না। তাহলে জানাই করণ জেহারেরও একজন যমজ ভাই রয়েছেন। আর তিনি থাকেন পাকিস্তানে। অবাক হলেন? আসলে হুবহু পরিচালক করণ জোহারের মতো দেখতে একজনের খোঁজ মিলেছে পাকিস্তানে। নাম উসমান খান। সম্প্রতি টুইটারে একটি ছবি পোস্ট করেছেন উসমান। সেখানেই তিনি জানিয়েছেন, অনেকেই তাঁকে বলে তিনি নাকি করণ জোহরের কার্বন কপি। এবং এই পোস্ট শেয়ার করেছেন পরিচালক নিজেই। তিনিও যে বেশ অবাকই হয়েছেন একথাও স্বীকার করেছেন ক্যাপশনে।

Advertisment

ইতিমধ্যেই ছবিটি শেয়ারের ঝড় তুলেছে স্যোশাল সাইটে। এর আগেও একাধিক ভারতীয় তারকার হুবহু নকলের খোঁজ মিলেছে। তালিকায় রয়েছেন বিরাট কোহলি থেকে প্রিয়াঙ্কা চোপরা। এবার আপনাদের জন্য রইল করণ জোহারের মতো দেখতে মানুষটির ছবি। দেখুন তো আপনিও এক মত কি না?

Advertisment