scorecardresearch

বড় খবর

মাস্ক নেই তৈমুরের মুখে, পুলিশের কাছে ধমক খেতে হল সইফকে

খুব প্রয়োজন না থাকলে দশ বছরের নিচের বাচ্চা এবং ৬৫ বছরের উর্ধ্বে কোনো বৃদ্ধকে নিয়ে বাড়ি থেকে বেরনো নিষেধ। সেখানে তৈমুরের বয়স মাত্র সাড়ে তিন।

মাস্ক নেই তৈমুরের মুখে, পুলিশের কাছে ধমক খেতে হল সইফকে

বউ বাচ্চা নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন সইফ। লকডাউন শিথিল হতেই মেরিন ড্রাইভে ফুরফুরে হাওয়া খাচ্ছিলেন সইফ তৈমুর করিনা ও সঙ্গে তৈমুরের ন্যানি। কিন্তু সেই শান্তি আর কী বজায় থাকে তারকাদের! আমজনতা ভিড় জমিয়ে বাগরা দিয়েছে এমনটা নয়। মুম্বই পুলিশ এসে ধমকে দেয় তাদের।

আরও পড়ুন- ”মম টু বি”, প্রেগনেন্সি ক্রেভিংয়ে ফ্রিজ খুলে খাই খাই মন শুভশ্রীর, দেখুন ছবিতে

লকডাউন শিথিল হয়েছে, সামাজিক দূরত্ব নিশ্চিত করে সমুদ্র সৈকতে প্রাণ ভরে নিঃশ্বাস নিতেই পারেন তাঁরা। তাহলে কেন বাধা দিতে এল পুলিশ? আসল ব্যাপারটা হল, সইফ করিনা মাস্ক পরেছেন, কিন্তু ন্যানি এবং ছোট্ট তৈমুরের মুখে মাস্ক নেই। এতেই রেগে পুলিশ বলেন, “ছোট বাচ্চাকে নিয়ে একদম বাইরে আসবেন না।”। পুলিশের কাছে বকা খেয়ে অবাক করিনা। স্থানীয় সংবাদ সূত্রে জানা গিয়েছে, এরপর পুলিশকে গম্ভীরভাবে বলতে শোনা যায়, “খুব প্রয়োজন না থাকলে দশ বছরের নিচের বাচ্চা এবং ৬৫ বছরের উর্ধ্বে কোনো বৃদ্ধকে নিয়ে বাড়ি থেকে বেরনো নিষেধ। সেখানে তৈমুরের বয়স মাত্র সাড়ে তিন। তাই আগামী কয়েক মাস বাড়ির বাইরে ওকে নিয়ে বোরোবেন না”।

আরও পড়ুন- মা হচ্ছেন অঙ্কিতা, কেমনভাবে সময় কাটাচ্ছেন শ্বশুরবাড়িতে

সম্প্রতি এই ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। যা দেখে নেটিজেনদের একাংশ ক্ষুদ্ধ।

দেখুন সেই ভিডিও…

 

View this post on Instagram

 

70 दिन से ज़्यादा के लॉकडाउन के बाद मुंबई के मरीन ड्राइव पर अब लोगों की भारी भीड़ देखने को मिल रही है. कल यहां सैफ अली खान और करीना कपूर भी बेटे तैमूर के साथ पहुंचे. इस दौरान सैफ़ बेटे तैमूर को अपने कंधे पर बिठाए हुए दिखाई दिए. इन तीनों की ये वीडियो सोशल मीडिया पर वायरल है जिसमें एक शख़्स सैफ़को हिदायत देते हुए कहता है कि छोटे बच्चों को बाहर नहीं लाना है. कहा जा रहा है कि वीडियो में सैफ अली खान से बात करने वाले शख़्स मुंबई पुलिस के अधिकारी है, जो मरीन ड्राइव पर सर्पाकार द्वारों दिए गए उल्लंघन ना हो ये सुनिश्चित करने वहां मौजूद थे. • • • • rozsamachar.in • • • #SaifAliKhan #KareenaKapoorKhan #kareenaKapoor #Taimur #TaimurAliKha #MarineDrive #ViralVideo #Video #ViralPost #Videooftheday #India #news #rozsamachar #indiaviral

A post shared by रोज़ समाचार (@rozsamachar) on

তবে নেটিজেনদের একাংশের মতে আবার বাচ্চারা মাস্ক পরতে চাইছে না। আবার অনেকে জানিয়েছেন, ফাঁকা সমুদ্রের ধারে ঘুরছিল, সেক্ষেত্রে মাস্ক না থাকায় খুব সমস্যা হবে না।

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Bengali App.

Web Title: Kareena kapoor saif ali khan taimur video goes viral