scorecardresearch

মেকআপ করতে গিয়েই চরম বিপত্তি, ICU-তে ভর্তি কনে, মঞ্চ ছেড়ে বেরিয়ে গেল বর  

মেয়েটির এমন অবস্থা দেখে পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন।

Karnataka Bride Lands In ICU After Makeup Disfigures Her Face, Beautician Detained For Questioning

মেকআপ করতে গিয়েই ঘটে গেল চরম বিপত্তি, বিয়ে করতে রাজি হলেন না বর! এমনই কাণ্ডে হুলস্থূল পড়ে গিয়েছে। রিপোর্ট অনুসারে জানা গিয়েছে কনের পরিবারের তরফে বিউটি পার্লারের মালিকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এরপরই আসরে নামে পুলিশ। পুলিশ জানিয়েছে কনের বাড়ির অভিযোগের ভিত্তিতে পার্লারের মালিককে তলব করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

বিয়ের দিনই মেকআপ করতে গিয়েই ঘটে গেল চরম বিপত্তি। আর তার জেরেই বেঁকে বসলেন বর ও তার পরিবার। কর্ণাটকের হাসন জেলার এই ঘটনা সামনে আসতে আসতেই রীতিমত শোরগোল পড়ে গিয়েছে।মিডিয়া রিপোর্ট অনুসারে জানা গিয়েছে বিয়ের আগে মেকওভার করতে গিয়েছিলেন কনে। কিছু সময়ের মধ্যেই তার মুখ কালো হয়ে ফুলে যায়। এরপর কনের চেহারার এই অবস্থা দেখেই বেঁকে বসেন পাত্রপক্ষ। অনেক বুঝিয়েই বরকে সেই বিয়েতে রাজি করানো যায়নি এমনটাই অভিযোগ মেয়ের বাড়ির লোকেদের। বর্তমানে ওই যুবতী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার জেরে বিউটি পার্লারের মালিক গঙ্গার বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন কনের পরিবার। থানায় অভিযোগ দায়ের করেছেন পরিবারের সদস্যরা। পুলিশ তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করছে। বিয়ের দিন নিজেকে সুন্দর করে তুলতে কোন খামতি রাখেননা কোন পাত্রীই। কিন্তু মেকআপ করতে গিয়েই এমন ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হতে হবে তা ঘুণাক্ষরেও ভাবতে পারেননি ওই তরুণি।

কর্ণাটকের হাসান জেলার এই ঘটনা ইতিমধ্যেই তোলপাড় ফেলেছে। পরিবার সূত্রে জানা গিয়েছে মেয়েটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আইসিইউতে তার চিকিৎসা চলছে। একই সঙ্গে ওই পার্লারের বিরুদ্ধে থানায় মামলা করেছেন ওই যুবতীর পরিবার। মেয়েটির এমন অবস্থা দেখে পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন।

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Bengali App.

Web Title: Karnataka bride lands in icu after makeup disfigures her face beautician detained for questioning