প্রকাশ্য রাস্তায় মহিলা’কে লাথি মারার অভিযোগ উঠলো কর্ণাটকের এক ব্যক্তির বিরুদ্ধে। কর্ণাটকের বাগালকোট জেলার এই ঘটনা ভাইরাল হতেই তৎপর পুলিশ। ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে ওই ব্যক্তিকে। জানা গিয়েছে মহান্তেশ নামের ওই ব্যক্তি জমি সংক্রান্ত মামলার বিবাদের জেরে এক মহিলা আইনজীবী এবং তার স্বামীকে বেধড়ক মারধর করেন।
টুইটারে এই ঘটনার ভাইরাল হতেই নিন্দার ঝড় দেশ জুড়েই। ইতিমধ্যেই এই ভিডিও ৫ লক্ষের বেশি মানুষ দেখেছেন। সকলেই এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। বগলকোট থানার পুলিশ জানিয়েছে, ‘জমি সংক্রান্ত বিবাদের মামলার ঘটনায় প্রকাশ্য রাস্তায় ওই মহিলা আইনজীবি এবং তার স্বামীকে মারধর করেন অভিযুক্ত ব্যক্তি’।
ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে মহিলা আইনজীবির পেটে ক্রমাগত লাথি মারছেন ওই ব্যক্তি। বাদ পড়েনি কিল, চড়, ঘুসিও। চোখের সামনে স্ত্রীকে এভাবে হেনস্থা হতে দেখে এগিয়ে আসেন মহিলার স্বামী। ওই ব্যক্তিকে বাঁধা দেওয়ার চেষ্টা করেন তিনি। বাঁধা দেওয়ার চেষ্টা করলে মারধর করা হয় মহিলার স্বামীকেও। ব্যক্তিগত শত্রুতার জেরেই এই হামলা বলেই মনে করছে বগল কোট থানার পুলিশ।