New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/07/cats-286.jpg)
ভারতের বিভিন্ন পর্যটন স্থানে সেলফি ও রিল বানাতে দুর্ঘটনার স্বীকার হচ্ছেন মানুষজন।
রিল বানাতে গিয়ে ঘটে গেল চরম বিপদ। বর্তমানে মানুষের মধ্যে রিল তৈরির এক আজব ক্রেজ লক্ষ্য করা যাচ্ছে। এর জন্য মানুষ তাদের জীবনের ঝুঁকি নিতেও পিছপা হয় না। এমন অনেক ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে রিল তৈরি করতে গিয়ে দুর্ঘটনা ঘটেছে। তারপরও মানুষ চূড়ান্ত ঝুঁকি নিতে পিছপা হন না।
আজকাল সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও খুব ভাইরাল হচ্ছে। এই ভিডিওটি কর্ণাটকের কোল্লুরের কাছে একটি জলপ্রপাতের, যেখানে একজন ব্যক্তি রিল তৈরি করতে গিয়ে জলের স্রোতে ভেসে যান। এই ব্যক্তি ক্যামেরায় পেছন থেকে ভিডিও রেকর্ড করছিলেন, সেই সময় তার সঙ্গে ঘটে যায় ভয়ঙ্কর এক দুর্ঘটনা ঘটে।
রবিবার, শিবমোগার কোল্লুরের কাছে আরাসিনাগুন্ডি জলপ্রপাতের কাছে পাথরের ওপর দাঁড়িয়ে ইনস্টাগ্রাম রিল তৈরি করতে গিয়ে এক যুবকের দুর্ঘটনা কবলে পড়েন। আসলে, যুবকটি পাথরের উপর দাঁড়িয়ে ভিডিওটি তৈরি করছিলেন, এমন সময় হঠাৎ তার পা পিছলে যায়। মুহূর্তেই ভেসে যান তিনি। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, যুবককে এখনও খুঁজে পাওয়া সম্ভব হয়নি। তার খোঁজে চলছে জোর তল্লাশি। যুবকের পরিবারের সদস্যরাও কল্লুর পৌঁছেছেন।
Sharath Kumar a 23 years old youth from Bhadravati, Shivamogga district drowned in Arasinagundi Falls in Kollur on Sunday. The traffic incident caught on Camera by one of his accompanied friend. @hublimandi @Becarefull19 @thebengalorian @shivamoggalions pic.twitter.com/c8JcomnE3E
— Voice of Hubballi (@VoiceOfHubballi) July 24, 2023
ভারতের বিভিন্ন পর্যটন স্থানে সেলফি ও রিল তুলতে গিয়ে দুর্ঘটনার স্বীকার হচ্ছেন মানুষজন। এ নিয়ে পুলিশ-প্রশাসনের পক্ষ থেকে কিছু সচেতনতামূলক প্রচারণাও চালানো হচ্ছে, তবুও রিলের নেশায় অবহেলায় প্রাণ হারায় মানুষজন।