New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/07/cats-162.jpg)
তোলপাড় ফেলা ঘটনা। বাইকের পিছনে চিতাকে বেঁধে রুদ্ধশ্বাসে বাইক চালাচ্ছেন এক ব্যক্তি।
দেশের মধ্যেই এমন ঘটনায় বিরাট শোরগোল।
তোলপাড় ফেলা ঘটনা। বাইকের পিছনে চিতাকে বেঁধে রুদ্ধশ্বাসে বাইক চালাচ্ছেন এক ব্যক্তি।
তোলপাড় ফেলা ঘটনা। বাইকের পিছনে চিতাকে বেঁধে রুদ্ধশ্বাসে বাইক চালাচ্ছেন এক ব্যক্তি। এই দৃশ্য সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় আলোড়ণ ফেলেছে। ঠিক কী কারণে এভাবে বাইকের পিছনে চিতাকে বেঁধে বাইক চালাচ্ছিলেন ওই ব্যক্তি?
জানা গিয়েছে ঘটনাটি কর্ণাটকের। রাতে অতর্কিতে চিতাটি তার পশু খামারে ঢুকে পড়ে। জখম করে বেশ কয়েকটি পশুকে। এরপর তিনি কোমর বেঁধে চিতাকে বন্দী করতে ময়দানে নামে। রীতিমত বেগ পেতে হয় মুথু নামের ওই ব্যক্তিকে। তাও তিনি হাল ছাড়েন নি। অবশেষ ঘায়েল করেন চিতাকে। এরপর দড়ি দিয়ে মুহূর্তেই চিতাকে বেঁধে ফেলে বাইকের পিছনে নিয়ে সোজা বন বিভাগের অফিসের দিকে রওনা দেন তিনি। আর সেই মুহূর্তের ভিডিও ভাইরাল হতেই তোলপাড় পড়ে গিয়েছে।
Hassan: A young man Himself catched a leopard and handed it over to the forest department.
#Karnataka #forest pic.twitter.com/UvPyLlCu56— Abid Momin عابد مومن (@AbidMomin313) July 15, 2023
হাসান জেলার এই ঘটনায় শিউড়ে উঠেছেন সকলেই। মুথু জানিয়েছেন, নেহাতই আত্মরক্ষার খাতিরেই এভাবে চিতাকে বেঁধে রাখতে বাধ্য হয়েছেন তিনি। চিতার হানায় সামান্য জখমও হয়েছেন তিনি। বন বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, ওই ব্যক্তির কোনরকম অসৎ উদ্দেশ্য ছিল না। বর্তমানে আহত চিতাবাঘটিকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে এবং পর্যবেক্ষণে রাখা হয়েছে চিতাটিকে। মুথুকে প্রাথমিক চিকিৎসার পর কাউন্সেলিং সেশনের জন্য পাঠানো হয়েছে।