Advertisment

সিগারেটে ২৬০ বার 'ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর' লিখে বিশ্ব রেকর্ড, সচেতনতা প্রচারে অভিনব উদ্যোগ

৬.৯ সেমি সিগারেটের উপর একটি অত্যন্ত ক্ষুদ্র কিন্তু পাঠযোগ্য ফন্টে মোট ৭১৮৬টি অক্ষর লিখে তাক লাগালো কর্ণাটকের এই যুবক

author-image
IE Bangla Web Desk
New Update
Record, Smoking is injurious to health, Mattikere village of the Channapatna taluk, Golden Book of World Records, India Book of Records, Asia Book of Records

“ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর" এটা বলার অপেক্ষা রাখে না। ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর জানার পরও অনেকেই রয়েছেন যারা তাদের এই অভ্যাস ছেড়ে বেরিয়ে আসতে পারেন না। সিগারেট এবং তামাক সেবনে ক্যান্সার হওয়ার ঝুঁকি রয়েছে তা জানার পরও যুবসমাজের মধ্যে সিগারেট খাওয়ার প্রবণতা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে।  ধূমপানের ক্ষতি সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করার জন্য সরকার এবং স্বেচ্ছাসেবী সংস্থাগুলির তরফে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। মানুষকে সতর্ক করার  জন্য সিগারেটের প্যাকেটে ‘সতর্কীকরণের’ উল্লেখ থাকে। ধূমপানের ক্ষতি সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করে কর্ণাটকের এক যুবক সম্প্রতি এশিয়ান বুক অফ রেকর্ডসে জায়গা পেয়েছেন।

Advertisment

কর্ণাটকের রামানগরের যুবক এমএস দর্শন গৌড়া ধূমপান সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করতে চেয়েছিলেন। কিন্তু সবাই যেভাবে মানুষজনকে সচেতন করার কাজটি করে চলেছেন, তিনি তার থেকে ভিন্ন কিছু করতে চেয়েছিলেন। ধূমপানের এই বিষাক্ত অভ্যাসটি গ্রহণ করার মাধ্যমে মানুষজন যে তাদের নিজের স্বাস্থ্যের জন্য বিপদ ডেকে আনছে তা তুলে ধরার জন্য তিনি এক অভিনব উপায়ে সচেতনতার বার্তা দেন।

তাঁর উদ্যোগটি গোল্ডেন বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস, ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এবং এশিয়া বুক অফ রেকর্ডস দ্বারা স্বীকৃত এবং পুরস্কৃত হয়েছে। 'ধূমপান স্বাস্থ্যের জন্য  ক্ষতিকর ২৬০ বার' লেখার পাশাপাশি তিনি ৮০ বার 'ভারত'-এর নামও লিখেছেন। এই কাজটি করার জন্য তাকে একটি ৬.৯ সেমি সিগারেটের উপর একটি অত্যন্ত ক্ষুদ্র কিন্তু পাঠযোগ্য ফন্টে মোট ৭১৮৬টি অক্ষর লিখতে হয়েছিল। দর্শন গৌড়া এপ্রসঙ্গে বলেন,  র খারাপ অভ্যাস এড়ানো উচিৎ এবং তা অবিলম্বে করা দরকার। তা সমাজের সামনে তুলে ধরার জন্যই তার এই প্রয়াস। যুবকের এমন উদ্যোগকে কুর্নিশ জানিয়েছেন সকলেই।

karnataka world record
Advertisment