New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/08/cats-47.jpg)
ব্যাকগ্রাউন্ডে বাজছে শাহরুখের ছবির গান...
ব্যাকগ্রাউন্ডে বাজছে শাহরুখের ছবির গান, এনফিল্ডের হ্যান্ডেল ছেড়ে কেরামতি কাশ্মীরি তরুণীর। আর মুহূর্তেই এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। রয়্যাল এনফিল্ড সাধের বাইকের আরেক নাম। অনেকেই আছেন যাদের কাছে রয়্যাল এনফিল্ড কেনা জীবনের অন্যতম একটি শখ। ভাবুন নিজের কেনা রয়্যাল এনফিল্ড বাইকে চড়ে আপনি পাহাড়ের কোল বেয়ে ঘুরে বেড়াচ্ছেন। এমন দৃশ্য চোখের সামনে কল্পনা করলেও মন খুশিতে ভরে ওঠে। আর সেই সাধের রয়্যাল এনফিল্ড হাতে মেয়ে এমন কেরামতি দেখাল এক কাশ্মীরি তরুণী যা দেখে ভিরমি খেতে বাধ্য হবে আপনিও।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, নুসরাত ফাতিমা নামে একজন ব্যবহারকারী স্টান্ট ভিডিওটি @knusrata আপলোড করেছেন। 21 সেকেন্ডের এই ভিডিওটি আপলোড করার পর থেকে 5.30 লাখ মানুষ এটি দেখেছেন, যেখানে 17.9 হাজার মানুষ ভিডিওটি পছন্দ করেছেন। ব্যবহারকারী ভিডিওটির ক্যাপশনে লিখেছেন, "আজ আমি গর্ব করে বলছি যে আমার কাশ্মীর শুধু পুরুষদের জন্যই নয়, আমাদের জন্যও অনেক বদলেছে। 370 এবং 35A সরানোর আগে এটি সম্ভব ছিল না। ধন্যবাদ ভারত সরকার”।
Today I proudly wanna to say that my #Kashmir has changed a lot not only for the boys but also for Us. It was not possible before abrogation of 370 & 35A. Thank you GOI. pic.twitter.com/5zU9vgUAoL
— Nusrat Fatima (@knusrata) August 4, 2023
21 সেকেন্ডের এই ভিডিওটিতে, শাহরুখ খানের ‘Kaisa Sharmana Aaja Nach Ke Dikha De’ গানটির সঙ্গে মেয়েটিকে হ্যান্ডেল ছেড়ে খুব দ্রুত গতিতে বাইক চালানোর মজা উপভোগ করতে দেখা যায়। বুলেটের গতি এতটাই বেশি ছিল যে জম্মু ও কাশ্মীরের ট্রাফিক পুলিশ ভাইরাল হওয়ার পরে তার বাইকটি আটক করে।