জেলার প্রথম মহিলা টোটোচালক, এখন অনেকের কাছেই অনুপ্রেরণা

প্রতিদিন ই-রিকশা চালিয়ে ১৫০০ থেকে ২০০০ টাকা আয় করেন এই মহিলা।

প্রতিদিন ই-রিকশা চালিয়ে ১৫০০ থেকে ২০০০ টাকা আয় করেন এই মহিলা।

author-image
IE Bangla Web Desk
New Update
lady auto driver, lady auto driver in jammu, jammu kashmir news, ranjeet kour news, ranjeet kour stoyr, ranjeet kour images, ranjeet kour jammu story in hindi, ranjeet kour woman auto driver jammu news,

প্রতিদিন ই-রিকশা চালিয়ে ১৫০০ থেকে ২০০০ টাকা আয় করেন এই মহিলা।

জম্মু-কাশ্মীরের রাস্তায় ই-রিকশা চালিয়ে দাপিয়ে বেড়াচ্ছেন এক মহিলা। জেলার প্রথম ই-রিকশা চালক হিসাবে সোশ্যাল মিডিয়ায় এখন তিনি রীতিমত ভাইরাল। জম্মু-কাশ্মীরের কুঞ্জওয়ানির বাসিন্দা রঞ্জিত কৌর এখন সকলের কাছেই এক উদাহরণ।

Advertisment

রঞ্জিত জম্মুতে ই-রিকশা চালানো প্রথম মহিলা।তিনি জম্মু ও কাশ্মীর গ্রামীণ জীবিকা মিশনের (JKRLM) উমেদ যোজনার সুবিধা পেয়ে কিনেছেন একটি ই-রিকশা।যাত্রীদের কাছ থেকেও সম্মান ও প্রশংসা পাচ্ছেন তিনি।

প্রতিদিন ই-রিকশা চালিয়ে ১৫০০ থেকে ২০০০ টাকা আয় করেন এই মহিলা। তা দিয়েই নিজের স্বপ্ন পূরণের পথে হাঁটছেন তিনি। তিনি বলেন, 'এখন আমি যেখানেই যাই না কেন, জাত-পাতের নির্বিশেষে মানুষ আমার এই উদ্যোগকে সম্মান করে। তিনি বলেন, এমনকি যারা আগে আমার সমালোচনা করতেন তারাও আমার প্রশংসা করেন এখন। আমার সাহস দেখে অনেক সময় যাত্রীরাও আমাকে উৎসাহ দেন’।

রঞ্জিত কৌর আরও বলেন, 'মেয়েদের আত্মনির্ভরশীল হওয়া খুবই গুরুত্বপূর্ণ। বাবা এবং স্বামীর উপর নির্ভরশীল হওয়া উচিত নয়, বিশেষ করে অর্থের জন্য। আমি সরকারকে এমন উদ্দোগের ধন্যবাদ জানাতে চাই। কেন্দ্রের স্কিম থেকে আমি অনেক সুবিধা পেয়েছি’।

Advertisment

জম্মু ও কাশ্মীর জাতীয় গ্রামীণ জীবিকা মিশনের অধীনে উমেদ মিশনের সুফল পাচ্ছেন এলাকার মহিলারা। এই মিশন মহিলাদের ক্ষুদ্র সঞ্চয় করতে উত্সাহিত করে। এই মিশনের মাধ্যমে জম্মু ও কাশ্মীরের শ’য়ে শ’য়ে মহিলার দারিদ্র্যতা ঘুচেছে।  

viral