আমাদের দেশে প্রতিভার অভাব নেই! আর সোশ্যাল মিডিয়ার দৌলতে সেই সব প্রতিভা সমাজের সামনে উঠে আসে। যা দেখে অনেক সময় তাজ্জব হয়ে যান নেটিজেনরা। এমনই এক ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তোলপাড় ফেলেছে। অবিশ্বাস্য এই ভিডিও দেখে একেবারে অবাক সকলে। হিন্দি চলচ্চিত্র “ধন ধনা ধন গোল”-এর ” বিল্লো রানি ” গানে কথ্থক নৃত্যশিল্পের এক সেরা ঝলকে সকলকে চকমে দিয়েছেন এক শিল্পী।
এখন ভাইরাল হওয়া ভিডিওটি ‘ডাম্ব’ নামে একটি পেজ ইনস্টাগ্রামে শেয়ার করেছে। ক্লিপটিতে, অধিকারী সোমু কুনাল নামে এক শিল্পীকে হিন্দি চলচ্চিত্র “ধন ধনা ধন গোল”-এর ” বিল্লো রানি ” গানে কথ্থক নৃত্যশিল্পের সেরা ঝলক পরিবেশন করতে দেখা যায় । তাঁর নাচের প্রতিভা ও অভিব্যক্তি মুগ্ধ করেছে লক্ষ লক্ষ মানুষকে। আর সোশ্যাল মিডিয়ায় এই নাচের ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়েছে।
ভিডিওটি এখন পর্যন্ত ৭ লাখেরও বেশি ভিউ সংগ্রহ করেছে এবং সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা কুনালের পারফরম্যান্স দেখে তারিফ না করে পারেন নি। এক ইউজার লিখেছেন, “এই ব্যক্তি কে? এত সুন্দর কোরিওগ্রাফি,”!