New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/12/cats-14.jpg)
হট সিটে বসে থাকা বঙ্গতনয়ার সরলতা সকলের মন জয় করেছে।
হট সিটে বসে থাকা বঙ্গতনয়ার সরলতা সকলের মন জয় করেছে।
হট সিটে বসে থাকা বঙ্গতনয়ার সরলতা সকলের মন জয় করেছে।
'জয় হো কেবিসি'… শো চলাকালীন তার প্রথম ফ্লাইটের অভিজ্ঞতা বিগ বি'র সঙ্গে শেয়ার করেলন এই বঙ্গ তনয়া। এই কথাগুলো শুনে আপনি হাসি থামাতে পারবেন না।
টেলিভিশনের অন্যতম এক জনপ্রিয় শো কৌন বনেগা ক্রোড়পতি। এই শো'র একাধিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। হাজারো ব্যস্ততার মাঝে এই অনুষ্ঠানে বিগ বি কে প্রতিযোগীদের সঙ্গে হাসি-মজ্জা করতে দেখা যায়। কেবিসির একটি পর্বের একটি ভিডিও ক্লিপ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
যেখানে হট সিটে বসে থাকা বঙ্গতনয়ার সরলতা সকলের মন জয় করেছে। তিনি যে সরলতার সঙ্গে তাঁর মতামত প্রকাশ করেন তাতে অমিতাভও সেখানে বসে থাকা সকলের সঙ্গে হাসতে বাধ্য হয়েছেন। কলকাতার মেয়ে আলোলিকা ভট্টাচার্য্য গুহ তাঁর সরলতায় সকলের মন জয় করে নিয়েছেন।
This clip of #KBC is so very endearing! Her innocent, Joyous State of being is infectious. @SrBachchan Sahab is equally amazing.. Now Watch it and get infected with Joy! pic.twitter.com/5ylvrUGhlH
— Adil hussain (@_AdilHussain) December 1, 2023
আলোলিকা জানান, কেবিসিতে এসে বিগ বির সামনে বসে তার মায়ের ইচ্ছা পূরণ করছেন তিনি। এর পর তাকে বলতে শোনা যায়- জয় হো কেবিসি। একই সঙ্গে অলোলিকা বলেন, 'কেবিসি আমার আরেকটি ইচ্ছা পূরণ করেছে। প্রথমবারের মতো ফ্লাইটে ভ্রমণ'। একথা শুনে অমিতাভ যখন জিজ্ঞেস করেন কেমন ছিল সেই অভিজ্ঞতা? আলোলিকা বলে ওঠেন – খুব ভালো। তবে ভাড়া বড্ড বেশি। এতটাই যে ফ্লাইট অ্যাটেনডেন্টরা যাত্রীদের ব্যাগও ছাড়েন না"। অলোলিকা বলে ওঠেন, "আমরা ট্রেনে যাতায়াত করি। ট্রেনে আর যাই ঘটুক আপনার জিনিসপত্র আপনার সঙ্গেই থাকে। সিটের নিচে বা বাঙ্কে রাখা লাগেজ মাঝে মাঝে চোখের দেখা দেখে নেওয়া যায়। বিমানে তেমন কোন অপশন নেই।
এরপর, অমিতাভ যখন তার হোটেলে থাকার অভিজ্ঞতা জানতে চেয়েছিলেন, আলোলিকা বলেছিলেন - ওহ মাই গড, এত বড় হোটেল…!জয় হো কেবিসি। এত বড় হোটেলে থাকার টাকা আমার নিজের কাছে এমনকি আমার স্বামীর কাছেও নেই। কেবিসির দৌলতেই সব শখ পূরণ হয়েছে"।