New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/03/Joba-LEAD.jpg)
সিল্কের শাড়ি পড়ে দিব্য তার কেটে বোমা নষ্ট করে দেন। যা নিয়ে নেটপাড়া মস্করা শুরু করেছে নেটপাড়া।
গল্পে গরু গাছে ওঠে, অতিরঞ্জিত বিষয়বস্তু দিয়ে সাজানো হয় ধারাবাহিক। এতেই অভ্যস্ত হয়ে উঠেছেন দর্শকরা। যার প্রতিছবি দেখা যায় টিআরপিতে। কিন্তু অতিরঞ্জিত বিষয়বস্তু নিয়ে সম্প্রতি সরব হয়েছেন নেটদুনিয়া। বেশ কিছুদিন শ্রীময়ী ধারাবাহিকের ‘জুন আন্টি’কে নিয়ে সমালোচনা ও ট্রোলে মেতেছিলেন নেটিজেনরা। তবে এবার ‘কে আপন কে পর’ ধারাবাহিকের ‘জবা’কে নিয়ে শুরু হয়েছে ট্রোল। তিনি কাঁচি দিয়ে মানববোমা নিষ্ক্রিয় করেছেন। যা দেখে নেটদুনিয়ায় ছোটপর্দার জনপ্রিয় চরিত্র নিয়ে শুরু হয়েছে ট্রোল।
‘কে আপন কে পর’ ধারাবাহিকের টিআরপি উর্ধমুখী। যেকোনো কঠিন পরিস্থিতি থেকে পরিবারকে উদ্ধার করতে সে সিদ্ধহস্ত। সাম্প্রতিককালের একটি পর্বে দেখানো হয়েছে, ‘জবা’র মেয়ের স্কুলে বোমা বিস্ফোরণ ঘটানোর ছক করা হয়েছে। সেই বিস্ফোরণে ‘জবা’র মেয়েকে মারতে চায়। কিন্তু আগেই জানতে পেরে যান ‘জবা’। স্কুলের ভিতরে ঢুকে শুধুমাত্র কাঁচির সাহায্যে বোমার তার কেটে ফেলেন ‘জবা’। পরনে বোম স্কোয়াডের পোশাক ছিল না। সিল্কের শাড়ি পড়ে দিব্য তার কেটে বোমা নষ্ট করে দেন। যা নিয়ে নেটপাড়া মস্করা শুরু করেছে নেটপাড়া।