AC installed in the washroom: গরম থেকে রেহাই পেতে ব্যক্তির অভিনব কাণ্ড, বাথরুমে এসি! চোখ কপালে সকলের

খবর লেখা পর্যন্ত ১ লাখ ১০ হাজারেরও বেশি মানুষ এই পোস্টটি লাইক করেছেন।

খবর লেখা পর্যন্ত ১ লাখ ১০ হাজারেরও বেশি মানুষ এই পোস্টটি লাইক করেছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Viral Post, Viral News, Trending News, AC in Bathroom, Bizarre,

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে গরম থেকে বাঁচতে বাথরুমেও এসি লাগানো হয়েছে। ঝড়ের বেগে ভাইরাল হয়েছে এই ভিডিও।

ac in the washroom: দাবদাহের কালে ভরপুর স্বস্তি নিতে এয়ার কন্ডিশনার মেশিনের জুড়ি মেলা ভার। অসহ্য গরম থেকে স্বস্তি পেতে ইদানিং AC-র চাহিদা বিপুলভাবে বেড়ে গিয়েছে। শহর থেকে জেলা, AC-র বিক্রি মাত্রাতিরিক্তভাবে বেড়েই চলেছে। বিভিন্ন সংস্থা নজরকাড়া সব অফার দিয়ে এসি মেশিন বিক্রি করছে। এখন আর Air Conditioner Machine বিলাসবহুল সামগ্রীর মধ্যে পড়ে না। বরং শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র এখন যেন অপরিহার্য্য হয়ে ঠেকছে আমাদের প্রায় সকলের কাছেই। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে গরম থেকে বাঁচতে বাথরুমেও এসি লাগানো হয়েছে। ঝড়ের বেগে ভাইরাল হয়েছে এই পোস্ট।

Advertisment

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে স্ক্রল করার সময়, একটি বা দুটি পোস্ট দেখা যায় যেগুলি মানুষকে অবাক করার জন্য যথেষ্ট। আজ এমনই এক সোশ্যাল মিডিয়া পোস্ট ভাইরাল হয়েছে যা আপনাকে পুরোপুরি অবাক করে দেবে।

আরও পড়ুন - < Trending Video: খাল থেকে বেরিয়ে রেলিং টপকে গঙ্গায় ঝাঁপ দেওয়ার চেষ্টা, জলদানবের ভিডিও দেখে বুক কেঁপে উঠবে! >

Advertisment

এই প্রচণ্ড গরম থেকে স্বস্তি পেতে মানুষজন তাদের বাড়িতে এসি ও কুলার লাগাচ্ছেন । আপনিও নিশ্চয়ই আপনার বাড়িতে এসি লাগিয়েছেন। কিন্তু আপনার ওয়াশরুমে কি এসি লাগানো আছে? স্বাভাবিক ভাবেই উত্তর টা না'ই হবে! সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট ভাইরাল হচ্ছে যেখানে দেখা যাচ্ছে ওয়াশরুমেও এসি বসিয়েছেন এক ব্যক্তি। এই পোস্টটি Instagram-এ haseenkhan3933 নামের একটি অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে, যা খবর লেখা পর্যন্ত 1 লাখ 10 হাজারেরও বেশি মানুষ লাইক করেছেন ।

viral Viral Video Trending News