২২ বছর ধরে দক্ষতার সঙ্গে সামলেছেন দায়িত্ব, খুশি হয়ে মার্সিডিজ বেঞ্জ উপহার মালিকের!

তার কয়েকজন কর্মচারীকে বিদেশ সফরেও নিয়ে গিয়েছেন তিনি।

তার কয়েকজন কর্মচারীকে বিদেশ সফরেও নিয়ে গিয়েছেন তিনি।

author-image
IE Bangla Web Desk
New Update
Kerala businessman, Mercedes Benz SUV, employee of 22 years, Kerala businessman gifts Mercedes to employee, AK Shaji, owner of myG, inspirational story, motivational story, viral story, trending story, inspiring story, प्रे

২২ বছর ধরে দক্ষতার সঙ্গে সামলেছেন দায়িত্ব। খুশি হয়ে বিলাসবহুল গাড়ি উপহার মালিকের।

২২ বছর ধরে দক্ষতার সঙ্গে সামলেছেন দায়িত্ব। খুশি হয়ে বিলাসবহুল গাড়ি উপহার মালিকের। আর এই উপহার পেয়ে বেজায় আপ্লূত অনিশ।

Advertisment

রাতারাতি বিলাসবহুল মার্সিডিজের মালিক হয়ে উঠলেন এক সামান্য কর্মচারি। তিনি হয়তো কখনও স্বপ্নেও এমন দামি গাড়ি চড়ার কথা ভাবেন নি। তবে তার সততা ও কাজের প্রতি আনুগত্যে খুশি হয়ে মালিক তাকে দিলেন এই বিলাস বহুল গাড়িটি উপহার হিসাবে। আর ৪৫ লাখের গাড়ি পেয়ে আনন্দে আত্মহারা অনিশ।

কেরালার এক ব্যবসায়ী তার একজন কর্মচারীকে প্রায় ৪৫ লক্ষ টাকার একটি নতুন মার্সিডিজ বেঞ্জ গাড়ি উপহার দিয়েছেন, যিনি 22 বছর ধরে তার সঙ্গে কাজ করছেন। কেরালার কনজিউমার ইলেকট্রনিক্স এবং হোম অ্যাপ্লায়েন্সেসের খুচরো বিক্রেতা myG-এর মালিক এ.কে সাজি, কর্মচারি অনিশকে এই বিলাসবহুল গাড়ি উপহার হিসাবে দিয়েছেন। অনীশ myG-এর চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার হিসেবে কর্মরত।

Advertisment

সাজি ইনস্টাগ্রামে বলেছেন, "অনীশ আমার সঙ্গে গত ২২ বছর ধরে প্রতিনিয়ত আনুগত্যের সঙ্গে কাজ করেছেন, তিনি আমাকে কখনও হতাশ করেননি। তার ভ্রাতৃপ্রেম এবং কাজের প্রতি চরম নিষ্ঠা আমাকে অবাক করেছে। আমি অনীশকে একজন কর্মী হিসাবে নয় বরং একজন অংশীদার হিসাবে দেখি"।

অনীশ এবং তার পরিবারকে এই বিলাসবহুল গাড়ি উপহার দেওয়ার একটি ভিডিওও পোস্ট করেছেন শাজি। তিনি অনীশের কাজের প্রশংসা করেন এবং তারপর তাকে একটি গাড়ি উপহার দেন।

ভিডিও ভাইরাল হতেই প্রশংসার ঝড় নেটদুনিয়ায়। সেই সঙ্গে কর্মচারীর প্রতি মালিকের এই ভালবাসা অনেকেকেই অবাক করেছে। একজন ইউজার লিখেছেন, " আপনি এটা পরিষ্কার করেছেন যে ভাল কাজ সবসময় সকলের নজর কাড়ে...সত্যিই একটি চমৎকার উদাহরণ।"  দুই বছর আগে তিনি সংস্থার ৬ জন কর্মচারীকে গাড়ি উপহার দেন। তার কয়েকজন কর্মচারীকে বিদেশ সফরেও নিয়ে গিয়েছেন তিনি।

viral