বৃদ্ধাশ্রম থেকে প্রেম, তারপর বিয়ে, বয়স ষাটোর্ধ্ব

স্বামী মারা যাওয়ার পর যখন অবসাদে ভুগছিলেন লক্ষী। তখন কোচিয়ানের সঙ্গে আলাপ হয় তার।

স্বামী মারা যাওয়ার পর যখন অবসাদে ভুগছিলেন লক্ষী। তখন কোচিয়ানের সঙ্গে আলাপ হয় তার।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

প্রেমের বয়স হয় না। প্রেমে পড়া নিয়ে কথা। কেরালার ষাটোর্ধ্ব 'বৃদ্ধ যুগল' এর এখন বসন্ত লেগেছে মনে। তাই তাঁরা বিয়ে করার মত সিদ্ধান্ত নেন। ত্রিশূরের সরকারি বৃদ্ধাশ্রম রামবর্মাপুরম গভার্নমেন্ট ওল্ড এজ হোম ছিল তাদের ঠিকানা। সেখানেই একে ওপরের প্রেমে পরেন তাঁরা।

Advertisment

শনিবার সেখানেই ঘটে অভূতপূর্ব ঘটনা। যা ভাইরাল হয় সোশাল মিডিয়ায়। ৬৭ বছর বয়সী কোচিয়ান এবং ৬৫ বছর বয়সী লক্ষ্মী আমল বিয়ে করে জানিয়ে দেন তাদের জীবনে বসন্ত এখনও বাকি। এদিন বিয়েতে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী, জেলাশাসক, স্থানীয় মেয়র, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। কোচিয়ান ও লক্ষীর এই সিদ্ধান্তকে কুর্নিশ জানিয়েছে সোশাল মিডিয়া।

আরও পড়ুন: বিছানায় শুয়ে ছেলের সঙ্গে মজার ছলে গান করছেন সুনিধি চৌহান, ভাইরাল ভিডিও

Advertisment

তবে এদের প্রেম আজকের নয়। ২১ বছর বয়স তাদের প্রেমের। স্বামী মারা যাওয়ার পর যখন অবসাদে ভুগছিলেন লক্ষী। তখন কোচিয়ানের সঙ্গে আলাপ হয় তার। বন্ধুত্ব হয় ধীরে ধীরে। বন্ধুত্ব গাঢ় হতেই প্রেমে পড়েন তারা।

Read the full story in English

viral