Advertisment

কেরালার বন্যায় আপ্রাণ সাহায্য করেছিলেন এই ব্যক্তি, এবার উপহারে গাড়ি পেলেন তিনি

এক হাঁটু জলে উবু হয়ে বসে রয়েছেন এক ব্যক্তি, তাঁর পিঠে পা দিয়ে নৌকায় উঠছেন মহিলারা। ছবিটা মনে আছে? সম্প্রতি কেরালার বন্যার সময় স্যোশাল মিডিয়া জুড়ে ভাইরাল হয়েছিল এই ভিডিও।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

এক হাঁটু জলে উবু হয়ে বসে রয়েছেন এক ব্যক্তি, তাঁর পিঠে পা দিয়ে নৌকায় উঠছেন মহিলারা। ছবিটা মনে আছে? সম্প্রতি কেরালার বন্যার সময় স্যোশাল মিডিয়া জুড়ে ভাইরাল হয়েছিল এই ভিডিও। কেরালার বন্যায় এভাবেই মহিলাদের সাহায্য করেছিলেন এই মানুষটি। তিনি একজন মৎস্যজীবী, নাম জয়সল কেপি।

Advertisment

এ তো গেল ঘটনার সারমর্ম। কিন্তু এখনকার খবর হলো, তাঁর এই মানবিক কাজের বাহবা দিতে কোজিকোড়ের মাহিন্দ্রা ভেহিকলস তাঁকে নতুন একটি গাড়ি উপহার দিয়েছে। সম্প্রতি কোম্পানীর তরফে টুইট করে শেয়ার করা হয়েছে এই ছবি।

kerala viral
Advertisment