New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/08/imgonline-com-ua-twotoone-Lbl4ebHWfMwhKy_copy_759x422.jpg)
এই তিন জেলা নয়, অরেঞ্জ জোনের তালিকাভুক্ত রয়েছে এরণাকুলাম, পালাক্কাড, ত্রিশুর, কোঝিকোরে, কাননুর এবং কসর্গড জেলা। রোববার পর্যন্ত এই সতর্কবার্তা জারি থাকবে।
আসামের পর এবার ভয়ঙ্কর বন্যা কেরালায়। শুধু মানুষই নয়, কেরালায় বন্যায় ক্ষতিগ্রস্ত জঙ্গলের পশু প্রাণীরাও। সম্প্রতি কেরালার বন্যার একটি মর্মান্তিক ভিডিও নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করেছে।
বন্যার জলে দেখা গিয়েছে একটি হাতির মৃতদেহ ভেসে যাচ্ছে। বৃহস্পতিবার পেরিয়ার নদীতে হাতির এই মৃতদেহের ভিডিও সকলের নজর কেড়ে নিয়েছে।
আরও পড়ুন
‘ভাত-ঘুমে’ বাঁদর, ঢুলু ঢুলু নিদ্রার ভিডিওয় মজা সকলের
সংবাদসংস্থা এএনআই-য়ের প্রতিবেদন অনুযায়ী, সেই মৃতদেহ কমপক্ষে তিন দিনের। সেটি এরণাকুলাম জেলার নেরিয়ামঙ্গলামে পৌঁছায়। চলতি সপ্তাহে প্রবল বৃষ্টিপাতের সম্মুখীন হয়েছে কেরালা। ইডুকি, ওয়েনাড এবং মল্লপুরম জেলাকে রেড এলার্ট জারি হয়েছে আবহাওয়া দফতরের পক্ষ থেকে। বলা হচ্ছে এই জেলায় প্রবল বৃষ্টি হবে।
#KeralaRains elephant being swept away in Periyar river, Idukki Kerala @IndianExpress pic.twitter.com/9EhkUxE8gp
— shaju philip (@shajuexpress) August 6, 2020
Oh looks horrifying.
— Varun Sathiapal (@varunsathiapal) August 6, 2020
Terrible...Oh Almighty save that animal..
— Sheliya Mohammad Abdul Hamid (@MASheliya98) August 6, 2020
Oh God
— Menu ???????? (@minus80_00) August 6, 2020
শুধু এই তিন জেলা নয়, অরেঞ্জ জোনের তালিকাভুক্ত রয়েছে এরণাকুলাম, পালাক্কাড, ত্রিশুর, কোঝিকোরে, কাননুর এবং কসর্গড জেলা। রোববার পর্যন্ত এই সতর্কবার্তা জারি থাকবে।
জানা গিয়েছে, ইডুকি জেলায় ভারী বর্ষণে ইতিমধ্যেই শেষ চার দিনে পাঁচ জন মারা গিয়েছে। সেই জেলায় মেডিক্যাল টিম সহ ১৫টি এম্বুলেন্স পাঠানো হয়েছে।
কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন জানিয়েছেন, জাতীয় বিপর্যয় মোকাবিলা কর্মীদের নামানো হয়েছে।
Read full article in ENGLISH
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন