New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/08/Capture-1.jpg)
গোটা ঘটনা সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে।
মৃত্যুর মুখ থেকে ফিরে আসা কী একেই বলে? তবে সোশাল মিডিয়া বলছে ভাগ্যবান ব্যক্তি তিনি। আবার অনেকে বলছেন মৃত্যু কপালে ছিল না ওনার। রাস্তার ধার ধরে হাঁটছিলেন কেরলের ওই ব্যক্তি। হঠাত্্ই ব্রেক ফেল করে তার দিকে ছুটে আসে গাড়িটি। কেরালের ওই ব্যক্তির অলৌকিকভাবে দুর্ঘটনার হাত থেকে বাঁচার ভিডিও ভাইরাল সোশাল মিডিয়ায়।
২২ সেকেন্ডের এই ক্লিপটি, যা ব্যাপকভাবে টুইটারে শেয়ার করা হয়েছে, তাতে দেখা যাচ্ছে, কয়েক ইঞ্চির জন্য মৃত্যু তার কান ঘেষে বেরিয়ে যায়।
ঘটনার পর লোকটি খানিকের জন্য বুঝে পায়না তার সঙ্গে ঠিক কী ঘটেছে। গাড়িটি বেরিয়ে যাওয়ার পর কয়েক পা পিছিয়ে আসেন তিনি।
Luckiest man of the month award goes to this man.
Chavara, Kollam District,Kerala. pic.twitter.com/dAGnteQpDe— Nisar നിസാർ (@nisarpari) August 22, 2020
গোটা ঘটনা সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে।
Read the full story in English