Advertisment

এক অভিনব পদ্ধতিতে চা বানিয়ে চলেছেন এই বিক্রেতা, দেখুন

কেরালা নিয়ে খারাপ খবরেই ভরে গিয়েছে সংবাদ মাধ্যমের শিরোনাম। তবে এবার মিলবে অন্য স্বাদ। কেরালার এক চা বিক্রেতার খোঁজ খুশী করবে আপনাকেও।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

কেরালা নিয়ে খারাপ খবরেই ভরে গিয়েছে সংবাদ মাধ্যম। তবে এবার মিলবে অন্য স্বাদ। কেরালার এক চা বিক্রেতার খোঁজ খুশী করবে আপনাকেও। নিয়মিত যাঁদের চা বানাতে হয়, তাঁরা জানেন, কতই না ঝক্কি তার। জল গরম থেকে শুরু করে চা পাতা, চিনি, দুধ। তবে এই ব্যক্তির চা বানানোর কায়দা আপনাকে একেবারেই হতবাক করে দেবে। মনে পড়ে যেতে পারে দক্ষিণী কিং রজনীকান্তর কথাও। কেরালার পোন্নানি শহরের এই চা বিক্রেতা এভাবেই খুশী করে আসছেন সবাইকে। বিবিসির এক সাংবাদিক প্রথম এই চা বিক্রেতার কথা টুইট করে জানান স্যোশাল সাইটে, এরপরেই তা ছাড়িয়ে যায়, এখন অবধি পেয়েছে তিন লক্ষাধিক ভিউ। চলতে থাকে টুইটের বদলে পাল্টা টুইট। আপনিও দেখুন ভিডিও।

Advertisment

viral
Advertisment