New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/12/cats-134.jpg)
৮০-এর এক বৃদ্ধার ওপর হাড়হিম অত্যাচার করছেন তারই পুত্রবধূ।
৮০-এর এক বৃদ্ধার ওপর হাড়হিম অত্যাচার করছেন তারই পুত্রবধূ।
৮০-এর এক বৃদ্ধার ওপর হাড়হিম অত্যাচার করছেন তারই পুত্রবধূ।
চেয়ার থেকে ছুড়ে ফেলে, বাড়ি থেকে বের করে দেওয়ার হুমকি। ৮০ বছরের এক মহিলার সঙ্গে বর্বরতার ভিডিও ভাইরাল। তোলপাড় নেটপাড়া। দক্ষিণ কেরলের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। যাতে দেখা যাচ্ছে বছর ৮০-এর এক বৃদ্ধার ওপর হাড়হিম অত্যাচার করছেন তারই পুত্রবধূ। দুর্ব্যবহারের ভিডিও ভাইরাল হতেই গর্জে উঠল নেটপাড়া।
প্রতিদিনই কোনো না কোনো ভিডিও ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। কিছু ভিডিও আছে যা আপনাকে হাসায় । আবার কিছু ভিডিও আছে যা আপনাকে কিছু শেখায়। তবে মাঝে মাঝে এমন ভিডিওও সামনে আসে যা আপনার মনে দাগ কেটে যায়। এমনই একটি ভিডিও এসেছে কেরল থেকে। সোশ্যাল মিডিয়ায় খুব দ্রুত ভাইরাল হচ্ছে এই ভিডিও। ভাইরাল ভিডিওতে মানুষ তাদের প্রতিক্রিয়া জানাচ্ছেন। কেরালা মহিলা কমিশনও বিষয়টি নিয়ে আসরে নেমেছে।
৮০ বয়সী লিয়ামা থমাসের ওপর হাড়হিম অত্যাচার পুত্রবধূ মঞ্জু থমাসের। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, লিয়াম্মা থমাস একটি ঘরে ঢুকছেন। যেখানে তার পুত্রবধূ মঞ্জু থমাস ও তার দুই নাবালক সন্তানকে বসে থাকতে দেখা যায়। লিয়াম্মা থমাস চেয়ারে বসলেন।
মঞ্জু চিৎকার করে তাঁকে বাইরে যেতে বলে। কিছুক্ষণ পর সে বৃদ্ধাকে পিছন থেকে ধাক্কা দেয়। মাটিতে পড়ে যান ওই বৃদ্ধা। এর পরেও মঞ্জুকে চিৎকার করতে দেখা যায়। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হতেই তা নাড়া দিয়েছে লাখো মানুষকে।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিওর তথ্য পুলিশের কাছে পৌঁছলে, অভিযুক্ত মঞ্জু থমাসকে হেফাজতে নেয় পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি পুলিশ আরও জানায়, মঞ্জু দীর্ঘদিন ধরে শাশুড়িকে নির্যাতন করে আসছিল। অভিযুক্ত মঞ্জু নিজে এক সরকারি শিক্ষক।
The video showed the accused physically attacking her mother-in-law.
— Naezy The baa 🔥🥵 (@sabiyashaikh91) December 15, 2023
A 42-year-old woman was arrested in Kerala's Kollam district after a video went viral on the internet that showed her brutally assaulting her mother-in-law.#kerala #viralvideo #share #DomesticAbuse #Violence pic.twitter.com/bcYNnIdU3W