মেয়েটির কোনো হাত না থাকা সত্ত্বেও সহজেই সে টেক্কা দিতে পারে যে কাউকে। কিছু মানুষের জীবন যুদ্ধের কাহিনী আমাদের চমকে দেয়। পাশাপাশি আমাদের অনুপ্রেরণাও জোগায়। তেমনই এক মেয়ের কাহিনী সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যার দুটি হাত না থাকা সত্ত্বেও গাড়ি চালাতে রীতিমত ওস্তাদ সে। ড্রাইভিং লাইসেন্সও ইতিমধ্যেই পেয়েছে মেয়েতি। এভাবেই সে 'অলৌকিক ঘটনা' ঘটিয়ে সকলের মন জিতে নিয়েছে।
Advertisment
ছোট থেকে দারিদ্র্যের মধ্যে ব্বড় হয়ে ওঠা। সেই কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য দাঁতে দাঁত চেপে লড়াই চালিয়ে সকলের কাছে অনুপ্রেরণা হয়ে উঠেছেন তিনি। কেরলের এই বছর ৩৩-এর মহিলা হাত না থাকা সত্ত্বেও তিনি গাড়ি চালানো রপ্ত করেন। পাশাপাশি রপ্ত করেন ছবি আঁকা।
ম্যারিয়ট কেরালার বাসিন্দা। সে দু হার ছাড়াই পা দিয়েই গাড়ি চালায়। তিনি একটি ড্রাইভিং লাইসেন্সও পেয়েছেন কারণ তিনি হাত ছাড়াই গাড়ি চালাতে পারে। এটা কোন অলৌকিক ঘটনার থেকে থেকে কম নয়। ছোটবেলা থেকে তার হাত নেই। এ কারণে লেখালেখি থেকে শুরু করে ড্রাইভিং সবকিছুই পা দিয়ে করার কলা রপ্ত করেছেন তিনি।
ভিডিওতে দেখা যাচ্ছে, তিনি তার গাড়িতে ড্রাইভ করছেন। তার ডান পা স্টিয়ারিংয়ে রয়েছে। বাম পা ক্লাচ, ব্রেক এবং এক্সিলারেটর নিয়ন্ত্রণ করছে। সে তার পায়ের সাহায্যেই গিয়ারও পরিবর্তন করছেন । তাকে খুব আত্মবিশ্বাসের সঙ্গে তাকে গাড়ি চালাতে দেখা যায়। তিনি জাতীয় স্তরে প্রচুর প্রশংসা পেয়েছেন।
তার এই ভাইরাল ভিডিওটি 68 লাখ ভিউ পেয়েছে এবং অনেকে মন্তব্য করে তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। একজন বলেছেন যে তিনি অনেকের অনুপ্রেরণা। যদিও একজন বলেছিলেন যে তার এই আশ্চর্যজনক প্রতিভা রয়েছে। অনেকেই তাকে উৎসাহিত করছেন।