New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/01/cake-cover.jpg)
রামানিলায়াম রোডের ওপর তিনটি সারিতে সাজানো হয়েছে, যাতে পথচারীরা আসতে যেতেই চাক্ষুস করতে পারেন এই বিশেষ কেকটা।
সাড়ে ৬ কিমি লম্বা! হ্যাঁ এতই বড়। না, কোনও সেতু কিম্বা বাঁধের কথা হচ্ছে না। বলছি কেকের কথা। চার মাইল লম্বা কেক। কোথায় বানানো হচ্ছে? কেরালার সাংস্কৃতিক রাজধানী ত্রিশুরে। আর বিশ্বের সবচেয়ে বড় কেক বানিয়ে সম্প্রতি আলোচনায় এসেছে ত্রিশুর।
সাড়ে ছয় কিলোমিটার কেক বানাতে কারিগর লেগেছে ১৫০০ জন। কোথায় রাখা হয়েছে কেক? রামানিলায়াম রোডের ওপর তিনটি সারিতে সাজানো হয়েছে, যাতে পথচারীরা আসতে যেতেই চাক্ষুস করতে পারেন এই বিশেষ কেকটা। চকোলেট কেক, মাঝে ৪ ইঞ্চি পুরু ভ্যানিলার স্তর!। ২০ টনের কেক রাস্তায় সাজাতে সময় লেগেছে প্রায় ঘন্টা চারেক।
New record: Longest cake - 5,300 metres (17,388 ft). Congratulations to Bakers Association Kerala in Thrissur, India ???????? pic.twitter.com/fakSK3xIMJ
— GuinnessWorldRecords (@GWR) January 15, 2020
তা, খামোখা এমন কেক বানানোর উদ্যোগ কেন নেওয়া হল? ত্রিশুরে প্রতি বছর নাইট ফেস্টিভ্যাল উদযাপিত হয়। ২০১৮ সালে সেখানেই হয়েছিল চাইনিজ অ্যাসোসিয়েশান এর তৈরি সবচেয়ে বড় কেক। ৩.২ কিলোমিটার লম্বা ফ্রুট কেক বানিয়ে সেবার রেকর্ড গড়েছিল চাইনিজ অ্যাসোসিয়েশান। এবার সেই রেকর্ড ভাঙতেই উঠে পড়ে লেগেছিল বেকার্স অ্যাসোসিয়েশান অব কেরালা।
Read the full story in English