New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/12/cats-35.jpg)
দম্পতিকে বিয়েতে কেএফসি-থিম ফুটিয়ে তুলতে দেখা যায়।
দম্পতিকে বিয়েতে কেএফসি-থিম ফুটিয়ে তুলতে দেখা গিয়েছে।
দম্পতিকে বিয়েতে কেএফসি-থিম ফুটিয়ে তুলতে দেখা যায়।
চলছে বিয়ের মরসুম। বিয়ের দিনটিকে স্মরণীয় করতে রাখতে কোন ত্রুটি রাখেন না দম্পতিরা। ইউনিক থিম থেকে শুরু করে সেরা প্রিওয়েডিং ফটোগ্রাফি। এলাহি খানাপিনা থেকে শুরু করে বিবাহবাসর সব কিছুতেই থাকে চমক।
আপনি যদি বিশেষভাবে ক্রাঞ্চি ফ্রাইড চিকেন পছন্দ করেন। তবে আজকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া বিয়ের একটি থিম আপনাকে চমকে দেবে। যেখানে এক দম্পতিকে বিয়েতে কেএফসি-থিম ফুটিয়ে তুলতে দেখা যায়। ফেসবুক ব্যবহারকারী লিয়াং লে ওং প্ল্যাটফর্মে তার "স্বপ্নের বিয়ের" এর ছবি এবং ভিডিও শেয়ার করেছেন। ইউনিক এই থিম সকলের মন ছুঁয়ে গিয়েছে।
জানা গিয়েছে দম্পতি কেএফসির এক অন্ধ ভক্ত। সেই ভালবাসা থেকেই নিজেদের বিয়েতে এমন অভিনব আয়োজন করেন তারা। এশিয়া ওয়ান এর রিপোর্ট অনুসারে দম্পতি বিয়ের এক মাস আগে তাদের কিছু প্রিয় ব্র্যান্ডের সঙ্গে যোগাযোগ করেন। তার মধ্যে কেএফসি তাদের প্রতিক্রিয়া জানায়। দ্য নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ব্র্যান্ডটি বিয়ের নৈশভোজের অর্ধেক বিলও পরিশোধ করেছে।