New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/11/cats-204.jpg)
খরগোশ সেজে পুলিশকর্মীকে ধাপ্পা...! বাইক আরোহীর কাণ্ডে হেসে খুন নেটপাড়ার মানুষজন
হেলমেট পরেও ট্রাফিক আধিকারিকের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়লেন এক যুবক।
খরগোশ সেজে পুলিশকর্মীকে ধাপ্পা...! বাইক আরোহীর কাণ্ডে হেসে খুন নেটপাড়ার মানুষজন
বাইক বা স্কুটার চালানোর সময় নিরাপত্তার জন্য হেলমেট পরা বাধ্যতামূলক। অনেক সময় রাস্তা-ঘাটে হেলমেট না পরার কারণে বাইক আরোহীদের জরিমানা করতেও দেখা যায় কর্তব্যরত ট্রাফিক পুলিশ কর্মীদের। এবার হেলমেট পরেও ট্রাফিক আধিকারিকের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়লেন এক যুবক।
খরগোশ সেজে সরাসরি ট্রাফিক পুলিশকে ধাপ্পা বাইক আরোহীর। ভিডিও ভাইরাল হতেই নেটদুনিয়ায় হাসির রোল। যুবকের অনন্য স্টাইল এবার সোশ্যাল মিডিয়ায় শিরোনামে। নয়ডায় হেলমেট পরা এক ব্যক্তিকে দেখে তাজ্জব পুলিশকর্মীরা। তাকে থামতে বাধ্য করা হয়।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে এই ভিডিও। ভিডিও ক্লিপটি (@desi_bhayo88) নামের আইডি থেকে X-এ শেয়ার করা হয়েছে। ক্যাপশনে লেখা- তুমি কি খরগোশ? ৫৫ সেকেন্ডের ক্লিপে দেখা যায় একটি ছেলে বাজারের সামনে দাঁড়িয়ে আছেন। তিনি একটি খরগোশ হেলমেট পরেছেন। ছেলেটির সঙ্গে একজন পুলিশকর্মীও আছেন। যিনি ছেলেটিকে ভাল করে দেখে তার কাঁধে হাত রেখে বলে ওঠেন তুমি একটা খরগোশ...
২০ নভেম্বর পোস্ট করা এই ক্লিপটি খবর লেখার সময় পর্যন্ত ১ লাখেরও বেশি ভিউ পেয়েছে। একই সঙ্গে ব্যবহারকারীরা মন্তব্য করে তাদের প্রতিক্রিয়া জানাচ্ছেন। দিনের শুরুটা এমন একটা মজার ভিডিও দিয়ে হওয়া উচিৎ বলেই কমেন্টে প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা।
Khargosh ho ? 😹😹 pic.twitter.com/Bplhz7GHkG
— Desi Bhayo (@desi_bhayo88) November 20, 2023