জেএনইউ সংহতি, 'খুলে দিল কি আজাদি', নেচে ভাইরাল আন্দোলনকারী

ভিডিওতে দেখা যাচ্ছে, আন্দোলনকারী আজাদি স্লোগানের সঙ্গে নাচ করছে। যা ইন্টারনেট রীতিমত সেনসেশন ছড়িয়েছে।

ভিডিওতে দেখা যাচ্ছে, আন্দোলনকারী আজাদি স্লোগানের সঙ্গে নাচ করছে। যা ইন্টারনেট রীতিমত সেনসেশন ছড়িয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

জেএনইউতে হামলার কিছু পর থেকেই রবিবার মাঝরাতে দক্ষিণ মুম্বইয়ে সমুদ্রের পাশে গেটওয়ে অব ইন্ডিয়ায় জমায়েত করতে শুরু করেন একদল ছাত্র। জেএনইউ প্রাক্তনী উমর খালিদ এবং কুণাল কামরাও এই প্রতিবাদে অংশ নেন। পড়ুয়া ছাড়াও অনেক সাধারণ মানুষ এই প্রতিবাদ জমায়েতে অংশ নেন। সেখানেই স্লোগানের তালে নেচে ওঠেন এক আন্দোলনকারী বৃদ্ধ। যার ভিডিও সম্প্রতি ভাইরাল সোশাল মিডিয়ায়।

Advertisment

ভিডিওতে দেখা যাচ্ছে, আন্দোলনকারী আজাদি স্লোগানের সঙ্গে নাচ করছে। যা ইন্টারনেট রীতিমত সেনসেশন ছড়িয়েছে।

Read the full story inEnglish

viral