New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/01/JNU-2.jpg)
ভিডিওতে দেখা যাচ্ছে, আন্দোলনকারী আজাদি স্লোগানের সঙ্গে নাচ করছে। যা ইন্টারনেট রীতিমত সেনসেশন ছড়িয়েছে।
জেএনইউতে হামলার কিছু পর থেকেই রবিবার মাঝরাতে দক্ষিণ মুম্বইয়ে সমুদ্রের পাশে গেটওয়ে অব ইন্ডিয়ায় জমায়েত করতে শুরু করেন একদল ছাত্র। জেএনইউ প্রাক্তনী উমর খালিদ এবং কুণাল কামরাও এই প্রতিবাদে অংশ নেন। পড়ুয়া ছাড়াও অনেক সাধারণ মানুষ এই প্রতিবাদ জমায়েতে অংশ নেন। সেখানেই স্লোগানের তালে নেচে ওঠেন এক আন্দোলনকারী বৃদ্ধ। যার ভিডিও সম্প্রতি ভাইরাল সোশাল মিডিয়ায়।
ভিডিওতে দেখা যাচ্ছে, আন্দোলনকারী আজাদি স্লোগানের সঙ্গে নাচ করছে। যা ইন্টারনেট রীতিমত সেনসেশন ছড়িয়েছে।
Bombay yesterday pic.twitter.com/k24vlhhirM
— Ronny Sen (@ronnysen) January 7, 2020
Read the full story in English