New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/08/cats-305.jpg)
নিজেরাই জানিয়েছেন ভারতের এই সাফল্যে অত্যন্ত খুশি।
সীমান্ত সংঘাত নয়, চাঁদের লড়াই হোক ভারত-পাকিস্তানের। ভারতের চন্দ্রযান-৩ সফল অবতরণের মেগা কভারেজে এমনই বলতে শোনা গিয়েছে পাকিস্তানি নিউজ চ্যানেলের দুই অ্যাঙ্করকে। সেই সঙ্গে তাঁদের বলতে শোনা গিয়েছে "আমাদের আমাদের দিগন্তকে প্রসারিত করতে হবে”।
ইতিহাস গড়ে চাঁদের দক্ষিণ মেরুতে সফল অবতরণ ভারতের। গোটা বিশ্বের নজর এখন এই মুন মিশনের দিকে। কী তথ্য সংগ্রহ করছে রোভার প্রজ্ঞান? চাঁদের যে অংশে কোনদিন আজ পর্যন্ত কোন দেশ পৌঁছাতে পারেনি। সেই অংশে সফল অবতরণ করেছে ভারত।
Kaam aisa karo ki dushman bhi taarif kre. pic.twitter.com/dUIZJC5xLI
— Zaira Nizaam 🇮🇳 (@Zaira_Nizaam) August 25, 2023
চন্দ্রযান মিশনের সাফল্যের মেগা কভারেজ চলাকালীন ভারতের এই মুন মিশনকে ‘বিস্ময়কর'বলে উল্লেখ পাক টিভি অ্যাঙ্কারের। সেই সঙ্গে দুই দেশের আকাঙ্ক্ষা এবং অবস্থার মধ্যে তীব্র বৈষম্য তুলে ধরতে দেখা যায় অ্যাঙ্কারকে। তারা নিজেরাই জানিয়েছেন ভারতের এই সাফল্যে অত্যন্ত খুশি তারা। সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।