Viral Dance Video: প্ল্যাটফর্মে নেচে কুঁদে অস্থির মহিলা, কোলের সন্তান চিৎপটাং হুঁশ নেই মায়ের

রিলের নেশায় বুঁদ মহিলা। প্ল্যাটফর্মে নাচে এতটাই মত্ত তিনি যে পাশেই সন্তান পড়ে গিয়েছে সেদিকে কোন হুঁশ নেই ওই মহিলার

রিলের নেশায় বুঁদ মহিলা। প্ল্যাটফর্মে নাচে এতটাই মত্ত তিনি যে পাশেই সন্তান পড়ে গিয়েছে সেদিকে কোন হুঁশ নেই ওই মহিলার

author-image
IE Bangla Web Desk
New Update
viral dance video

প্ল্যাটফর্মে নেচে কুঁদে অস্থির মহিলা, কোলের সন্তান চিৎপটাং হুঁশ নেই মায়ের

রিলের নেশায় বুঁদ মহিলা। প্ল্যাটফর্মে নাচে এতটাই মত্ত তিনি যে পাশেই সন্তান পড়ে গিয়েছে সেদিকে কোন হুঁশ নেই ওই মহিলার। এমনই এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ভাইরাল হয়েছে।

Advertisment

রিল আর সোশ্যাল মিডিয়ার এই যুগে, সবাই একে অপরকে টেক্কা দিতে মরিয়া। চটজলদি বিখ্যাত হওয়ার জন্য যে কোনও কিছু করতে প্রস্তুত আজকাল তরুণ প্রজন্ম। কখনও কখনও কাউকে মেট্রোতে নাচতে দেখা যায়, কখনো কাউকে চলন্ত ট্রেনে তার 'বিস্ফোরক নাচ' দিয়ে সবার দৃষ্টি আকর্ষণ করতে দেখা যায়।

শিশু থেকে বৃদ্ধ সবাই আজ রিল আর ভিডিওর নেশায় জরিয়ে পড়েছে। সম্প্রতি, এই পর্বে একটি ভিডিও ভাইরাল হচ্ছে, যাতে এক মহিলাকে 'প্ল্যাটফর্মে বিস্ফোরকভাবে' নাচতে দেখা যায়। এই সময় পিছনে হাঁটতে থাকা একটি ছোট শিশু পড়ে যায়, কিন্তু মহিলাটি তার তার নাচ চালিয়ে যায়।

ভাইরাল হওয়া এই ভিডিওর শুরুতে, প্রথমে মহিলাটিকে তার সন্তানের সঙ্গে প্ল্যাটফর্মে হাঁটতে দেখা যায় এবং তারপরে হঠাৎ নাচতে শুরু করেন তিনি। এমন সময় পিছনে থাকা শিশুটি দৌড়াতে গিয়ে পড়ে যায়। মহিলাটি বুঝতেও পারেন না যে তার সন্তান পড়ে গেছে। মহিলাটি তার নাচ চালিয়ে যায়। এই ভিডিওটি @Observer4s নামে একটি অ্যাকাউন্টের মাধ্যমে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ শেয়ার করা হয়েছে। মাত্র ১০ সেকেন্ডের এই ভিডিওটি লাখ লাখ ইউজার দেখেছেন এবং শেয়ার করা হচ্ছে।

Advertisment

Viral Video