‘কিউটনেস ওভারলোডেড’, 'স্ট্রিট ড্রামারের' সুরের তালে নাচ একরত্তির, viral video

শিশুটি তার কিউটনেস দিয়ে সবার হৃদয় চুরি করেছে

শিশুটি তার কিউটনেস দিয়ে সবার হৃদয় চুরি করেছে

author-image
IE Bangla Web Desk
New Update
trending Video of Street Artist on instagram, trending Video of Street Artist on youtube,

শিশুটি তার কিউটনেস দিয়ে সবার হৃদয় চুরি করেছে

স্ট্রিট আর্টিস্ট সুর মন জয় করে নিল শিশুর। রাস্তার মাঝেই নেচে আসর জমাল একরত্তি। সোশ্যাল মিডিয়ায় কিছু ভিডিও প্রায়ই মানুষের মন জয় করে নেয়। তেমনই এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে এক শিল্পীর বাজানো সুর শুনেই মাঝরাস্তায় থমকে গিয়ে সুরের তালে নাচতে দেখা গিয়েছে একরত্তিকে।

Advertisment

ভাইরাল হওয়া ভিডিওটি @buitengebieden নামে একটি টুইটার প্রোফাইলে পোস্ট করা হয়েছে। এই ভিডিওতে একটি ছোট শিশুকে রাস্তার শিল্পীর বাজানো সুরের সঙ্গে নাচতে দেখা যায়। এমন সময় রাস্তা দিয়ে আসা-যাওয়া লোকজনও শিশুটিকে দেখে একেবারে আহ্লাদে আটখানা। ভিডিওতে দেখা যায় যে শিশুটি মিউজিশিয়ানের সুর এতটাই পছন্দ করে যে সে তার এগিয়ে আসে এবং তার ড্রামও বাজা্নোরও চেষ্টা করে।

বর্তমানে এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে। খবর লেখা পর্যন্ত ৯ লাখ ৬৫ হাজারের বেশি ব্যবহারকারী দেখেছেন। একই সময়ে, ৬৬ হাজারেরও বেশি ব্যবহারকারী এটি পছন্দ করেছেন। ভিডিওটি দেখে ব্যবহারকারীদের প্রতিনিয়ত তাদের প্রতিক্রিয়া জানাচ্ছেন। একইসঙ্গে কিছু ব্যবহারকারী এই ভিডিওটিকে দুর্দান্ত বলেও উল্লেখ করেছেন। কিছু ব্যবহারকারী বলছেন, শিশুটি তার কিউটনেস দিয়ে সবার হৃদয় চুরি করেছে

viral