New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/05/cats-157.jpg)
ভিডিওটি ব্যবহারকারীদের নজর কেড়েছে
ঘাড় মটকে অজগরের পিঠে বসে খেলায় মত্ত একরত্তি। ভিডিও দেখে চোখ কপালে নেটিজেনদের। সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন হাজার ভিডিও ভাইরাল হয়। তার মধ্যে কিছু কিছু এমনই হয় যে সহজেই সেই সব ভিডিও মানুষের মনে দাগ কেটে মুহূর্তেই ভাইরাল হয়। সম্প্রতি এমনই এক ভিডিও তোলপাড় সৃষ্টি করেছে নেট দুনিয়ায়। যেখানে এক শিশুকে একটি বিশালাকারের অজগরের সঙ্গে খেলতে দেখা যাচ্ছে। ভিডিও দেখে শিউরে উঠেছেন সোশ্যাল মিডিয়া ইউজাররা।
ভিডিওটি @TheFigen_ নামের একটি অ্যাকাউন্ট থেকে টুইটারে পোস্ট করা হয়েছে। ভিডিওটি শেয়ার করার পাশাপাশি ক্যাপশনে শিশুটির বাবা-মাকে দায়িত্বজ্ঞানহীন বলে বর্ণনা করা হয়েছে। এটা বলা হয়েছে কারণ বাবা-মা শিশুটিকে অজগরের সঙ্গে খেলতে দেখেও তাকে বারণ না করেই সেখানে রেখে চলে যান। অজগরটির শিশুটিকে গিলে খেতে এক মুহূর্তও সময় লাগবে না জেনেও বাবা - মার এমন দায়িত্ব জ্ঞানহীনতায় অবাক সকলে। ভিডিওটি ব্যবহারকারীদের নজর কেড়েছে
Irresponsible parents. pic.twitter.com/LDJWbYvIS2
— Figen (@TheFigen_) May 16, 2023
বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ক্রমশ ভাইরাল হচ্ছে। সকল ব্যবহারকারীর দৃষ্টি আকর্ষণ করেছে ভিডিওটি। ভিডিওতে দেখা যাচ্ছে, শিশুটিকে অজগরটিকে ঘাড় মটকে তার পিঠে চেপে বসে খেলছে। খবর লেখা পর্যন্ত ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ৮৮ হাজারের বেশি ভিউ হয়েছে। একইসঙ্গে, হাজার হাজার মন্তব্যে ভরে উঠেছে ইনবক্স।