New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/12/cats-115.jpg)
সোশ্যাল মিডিয়ার এই যুগে প্রতিদিনই ভাইরাল হতে থাকে অজস্র ছবি ও ভিডিও। এর মধ্যেই কিছু মানুষের প্রতিভা সকলের মন জয় করে নেয়।
২ কোটির বেশি মানুষের মন ছুঁয়ে গিয়েছে শিশুটির গাওয়া ভজন।
সোশ্যাল মিডিয়ার এই যুগে প্রতিদিনই ভাইরাল হতে থাকে অজস্র ছবি ও ভিডিও। এর মধ্যেই কিছু মানুষের প্রতিভা সকলের মন জয় করে নেয়।
সোশ্যাল মিডিয়ার এই যুগে প্রতিদিনই ভাইরাল হতে থাকে অজস্র ছবি ও ভিডিও। এর মধ্যেই কিছু মানুষের প্রতিভা সকলের মন জয় করে নেয়। তেমনই এক ভিডিও কয়েক সেকেন্ডের মধ্যে দাবানলের মত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে
এমন কিছু মানুষ আছেন যারা তাদের দক্ষতার কারণে রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা হয়ে উঠেছেন। এখন ১২ বছরের একটি শিশুর ভিডিও ঝড়ের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। এর বিশেষ বিষয় হল ভিডিওটিতে শিশুটিকে ঢাক বাজিয়ে ভজন গাইতে দেখা যায়। তার সাহস ও কণ্ঠে মানুষ মুগ্ধ।
এই ভিডিওটি 32 লাখের বেশি লাইক এবং 27 মিলিয়ন (2 কোটিরও বেশি) ভিউ পেয়েছে। …সুতরাং আপনি অবশ্যই মন্তব্য করুন এবং আমাদের জানান যে আপনি এই ভিডিওটি আপনার কেমন লেগেছে? ভিডিওটি @nikhilsharma1234567 ইনস্টাগ্রাম আইডি থেকে শেয়ার করেছেন এক ইউজার। শিশুটির গানের প্রশংসায় পঞ্চমুখ সকলেই। কমেন্টে এক ইউজার লিখেছেন এটাই আসল প্রতিভা।
ভাইরাল ক্লিপে দেখা যাচ্ছে, এক ব্যক্তি শিশুটিকে তার নাম এবং তার বাবার সম্পর্কে জিজ্ঞাসা করছেন। জবাবে শিশুটি বলে যে তার নাম 'দীপক' এবং তার বয়স ১১-১২ বছর। তিনি আরও জানান যে তিনি গত এক-দুই বছর ধরে গান করছেন এবং তার বাবা ফেরিওয়ালা। ভিডিওটি যিনি রেকর্ড করছেন সেই ব্যক্তি শিশুটিকে গান গাইতে বলেন এবং শিশুটি ঢাক বাজিয়ে ভজন গাইতে শুরু করে এবং সবাইকে মন্ত্রমুগ্ধ করে।