New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/06/viral-8-balls-pool-feature.jpg)
লাঠি দিয়ে মাঠের মধ্যে যেভাবে লক্ষ্য স্থির করে নিঁখুতভাবে খলছে তারা, তা হার মানাতে পারে পেশাদার খেলোয়ারদের।
বয়স পাঁচ থেকে নয় দোরগোড়ায়। ধরে নেওয়াই যায় স্মার্টফোন এখনও হাতের নাগালে নয়। মাঠ ঘাটে খেলাতেই জীবনের মানে খুঁজে পায় খুদেরা। সম্প্রতি পুল এইট বলস মোবাইল গেম ঘরবন্দী মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। সেখানেই চলছে দিন রাত টুরনামেন্ট। খুদেরাও সেই গেমের মজা নিতে চায়। আর তার জন্য যে অভিনব পন্থায় পুল খেলার মজা খুঁজে নিয়েছে, তা দেখে অবাক সোশাল মিডিয়া।
ভিডিওতে দেখা যাচ্ছে,. পুল খেলার বোর্ডের মতো একটি আয়তকার মসৃণ জায়গা খুঁজেছে একদল খুদে। চারপাশটা ইট দিয়ে ঘিরে নিয়েছে। মাটিতেই বানিয়ে ফেলেছে নিয়ম মেনে ছটি গর্ত। হাতে গাছের ডাল সঙ্গে আটটা বল। মাঠের মধ্যেই চলছে তাদের পুল এইট বল ট্যুরনামেন্ট। উল্লেখ্য, ওই লাঠি দিয়ে মাঠের মধ্যে যেভাবে লক্ষ্য স্থির করে নিঁখুতভাবে খলছে তারা, তা হার মানাতে পারে পেশাদার খেলোয়ারদের। এমনটাই মনে করছেন নেট নাগরিকদের একাংশ।
দেখুন ভিডিওতে...
Nice shot! Any challengers? pic.twitter.com/Ujpneoi1L5
— People's Daily, China (@PDChina) June 29, 2020
Happiness is free...
— The_Gentleman???? (@shafii_sadiq) June 29, 2020
Best shot
— Ahmad (@Ahmad77297195) June 29, 2020
kids are having fun hahahh which reminds me of my childhood..
— Jasmine (@SpringYang_) June 29, 2020
Anybody can play snooker and pool depends on the initiative
— Seetharaman K C (@seetharamankc) June 29, 2020
He will be the next Junhui Ding(丁俊晖), 好苗苗,any coach could pick him up to be the champion?????
— Jiangzhuo Zheng (@Charcoal_zheng) June 29, 2020
Happiness fight everything!
— Wandy Yu (@WendyYu64645023) June 29, 2020
Nice video...
But problem is that #CCPVirus will teach them with distorted & morphed history, which will result in another #ChineseVirus situation.— Kambie (@kambie123) June 29, 2020
This footage speaks a lot about talent and opportunities. God bless them wherever they are and whatever they are going to be.
— #LangkahBaru (@candramrvl) June 29, 2020
শিশুদের মেধা প্রশংসিত হয়েছে নেটপাড়ায়