দুর্দান্ত শট্! মোবাইলে নয়, মাঠের মধ্যে চলছে খুদেদের পুল ট্যুরনামেন্ট

লাঠি দিয়ে মাঠের মধ্যে যেভাবে লক্ষ্য স্থির করে নিঁখুতভাবে খলছে তারা, তা হার মানাতে পারে পেশাদার খেলোয়ারদের।

লাঠি দিয়ে মাঠের মধ্যে যেভাবে লক্ষ্য স্থির করে নিঁখুতভাবে খলছে তারা, তা হার মানাতে পারে পেশাদার খেলোয়ারদের।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

বয়স পাঁচ থেকে নয় দোরগোড়ায়। ধরে নেওয়াই যায় স্মার্টফোন এখনও হাতের নাগালে নয়। মাঠ ঘাটে খেলাতেই জীবনের মানে খুঁজে পায় খুদেরা। সম্প্রতি পুল এইট বলস মোবাইল গেম ঘরবন্দী মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। সেখানেই চলছে দিন রাত টুরনামেন্ট। খুদেরাও সেই গেমের মজা নিতে চায়। আর তার জন্য যে অভিনব পন্থায় পুল খেলার মজা খুঁজে নিয়েছে, তা দেখে অবাক সোশাল মিডিয়া।

Advertisment

ভিডিওতে দেখা যাচ্ছে,. পুল খেলার বোর্ডের মতো একটি আয়তকার মসৃণ জায়গা খুঁজেছে একদল খুদে। চারপাশটা ইট দিয়ে ঘিরে নিয়েছে। মাটিতেই বানিয়ে ফেলেছে নিয়ম মেনে ছটি গর্ত। হাতে গাছের ডাল সঙ্গে আটটা বল। মাঠের মধ্যেই চলছে তাদের পুল এইট বল ট্যুরনামেন্ট। উল্লেখ্য, ওই লাঠি দিয়ে মাঠের মধ্যে যেভাবে লক্ষ্য স্থির করে নিঁখুতভাবে খলছে তারা, তা হার মানাতে পারে পেশাদার খেলোয়ারদের। এমনটাই মনে করছেন নেট নাগরিকদের একাংশ।

দেখুন ভিডিওতে...

Advertisment

শিশুদের মেধা প্রশংসিত হয়েছে নেটপাড়ায়

viral