কেতাদুরস্থ ভারতীয় পোশাকে তানজিনিয়ান ভাই-বোন জুটির মারকাটারি নাচ, ভিডিও ভাইরাল

৯৫ লাখ ব্যবহারকারী ভিডিওটি দেখেছেন।

৯৫ লাখ ব্যবহারকারী ভিডিওটি দেখেছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
kili and neema paul

ভারতীয় পোশাকে ধরা দিল কিলি ও নিমা পল। তানজিনিয়ান এই সুপারস্টার ভাই বোন জুটি ইতিমধ্যেই লিপ সিঙ্কে সকলের নজর কেড়েছে। তাদের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই তা দেখার জন্য একেবারে হামলে পড়ে অনুরাগী।

Advertisment

ইন্সটা অ্যাকাউন্টে কিলি ও নিমার ফ্যান ফলোয়ারের সংখ্যা কয়েক লক্ষ। রোজই নিত্য নতুন ভিডিও সামনে আনলেও পোশাকের ক্ষেত্রে তাদের বিশেষ বৈচিত্র্য নজরে পড়ে না। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওটি ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে একেবারে ভারতীয় পোশাকে কেতাদূরস্থ ভঙ্গিমায় 'মেরা দিল' গানে নাচতে দেখা যায়। ভিডিওটি কিলি পল তার অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। এই ভিডিওতে, কিলি পলকে একটি কুর্তা এবং পাজামা পরে নাচ করতে দেখা যায়। বোন নিমার পরণে ছিল লেহেঙ্গা চোলি।

ভাইরাল হওয়া এই ভিডিওটির শুরুতে, কিলি পলকে গানের সঙ্গে লিপ-সিঙ্ক করতে দেখা যায়। পরে তার বোনকে নাচের সঙ্গে ভিডিওতে এন্ট্রি নিতে দেখা যায়। ভিডিওটি শেয়ার করার সময় ক্যাপশন দিয়ে কিলি পল লিখেছেন 'নিমার এন্ট্রি কেয়া বাত হ্যায়'। বর্তমানে, এই খবর লেখা পর্যন্ত, সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা এই ভিডিওটি ৫ লাখ ৭৫ হাজারের বেশি ব্যবহারকারী লাইক করেছেন এবং ৯৫ লাখ ব্যবহারকারী ভিডিওটি দেখেছেন। ব্যবহারকারীরা ভিডিওটি দেখার পর কিলি ও নিমার নতুন লুক নিয়ে হাজার হাজার মন্তব্য করেছেন।

Advertisment
kili and Neema paul