বিয়ের পরামর্শ দিলেন কিলি পল, মেনে চলুন এই কাজগুলি! জীবনে তিনটি কাজ কখনোই করবেন না…যা শুনে অবাক হয়েছেন নেটিজেনরা। তানজিনিয়ান সুপার স্টার কিলি পল ‘ইন্টারনেট সেনসেশন’ হয়ে উঠেছেন। সারা বিশ্বেই অজস্র ফ্যান-ফলোয়ার রয়েছে এই সোশ্যাল মিডিয়া স্টারের। কিলি ও নিমার ভিডিওগুলি প্রায়ই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। সর্বশেষ ভিডিওটি দাবানলের মত ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। ক্লিপটিতে,তিনি কিছু হাস্যকর বিয়ের পরামর্শ দিয়েছেন। সেটি জানতে হলে আপনাকে অবশ্যই ভিডিওটি দেখতে হবে।
এই ভাইরাল ভিডিওটি কিলি পল এবং তার বোন নিমা পলও ইন্সটাগ্রামে শেয়ার করেছেন। ক্লিপটিতে,তানজিনিয়ান এই সুপারস্টারকে বিয়ে নিয়ে একটি দুর্দান্ত মজার ‘ভয়েস-ওভার’-এ লিপ-সিঙ্ক করতে দেখা যায়। “বন্ধু আপনারা জীবনে তিনটি জিনিস কখনই করবেন না। এক: আপনি পরিবারের ইচ্ছাতে বিয়ে কররেব না, দুই: নিজের পছন্দে বিয়ে করবেন না, তিন: বিয়েই করবেন না।” ক্লিপটিতে বোন নিমাকে ‘ক্ষুব্ধ অভিব্যক্তি’ দিতে দেখা যায়।
অনলাইনে শেয়ার করার পর থেকে ভিডিওটি ৪৬ হাজারের বেশি দেখা হয়েছে। ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা ভিডিওটি বেশ পছন্দ করছেন। মন্তব্য বিভাগটি হাসির ইমোজিতে ভরা ছিল।