/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/05/cats-137.jpg)
Justin Bieber-এর Baby গানের লিপসিঙ্ক করেছেন কিলি পল
কখনও হিন্দি গান, আবার কখনও ছবির সংলাপ। সুদূর তানজানিয়ায় বসে ভারতে ইতিমধ্যেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন তানজানিয়ার কিলি পল। জনপ্রিয়তা এমনই, যে তিনি পরিচিত ‘ইন্টারনেট সেনসেশন কিলি পল’ নামে। ইতিমধ্যেই তানজানিয়ার ভারতীয় হাইকমিশন কর্তৃক সম্মানিতও হন তিনি।
ইন্সটাগ্রামে তার ফ্যান ফলোয়ারের সংখ্যা লক্ষাধিক ছাড়িয়েছে। দিন কয়েক আগেই পাঁচজন অজ্ঞাত পরিচয়ের দুষ্কৃতী অতর্কিতে হামলা চালায় তার ওপর। গুরুতর আহত অবস্থায় বেশ কিছুদিন হাসপাতালে ভর্তি ছিলেন কিলি পল।
এবার ফের কামব্যাক কিলি পলের। তিনি তার লিপ সিঙ্কের সর্বশেষ ভিডিও ইন্সটাগ্রামে আপলোড করেছেন। যেখানে তাকে Justin Bieber-এর Baby গানের লিপসিঙ্ক করেছেন।
এই ভিডিওতে কিলি পলের সঙ্গে সমান ভাবে সঙ্গ দিতে দেখা গিয়েছে বোন নিমা পলকেও। মুহূর্তেই ভাইরাল হয়েছে তারকা জুটির এই জমকালো পারফরমেন্স। মাত্র একদিন আগেই ইন্সটাগ্রামে এই ভিডিও পোস্ট করা হয়েছে।
ক্লিপটিতে প্রায় ৪৫ হাজারের বেশি ভিউ। অজস্র কমেন্ট এবং লাইক পড়েছে। কেউ কেউ তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করার সময়, তারা বিবারের এই গানটি কতটা পছন্দ করেন তাও তুলে ধরেছেন তাদের মন্তব্যে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us