New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/01/cats_746c5d.jpg)
সামনে এসেছে তানজিনিয়ার সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েনসর কিলি পলের ভিডিও। যাতে তানজিনিয়ান স্টারকে নিজের গলায় 'রাম সিয়া রাম' গানটি গেয়ে রিল বানাতে দেখা গিয়েছে ।
সামনে এসেছে তানজিনিয়ার সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েনসর কিলি পলের ভিডিও। যাতে তানজিনিয়ান স্টারকে নিজের গলায় 'রাম সিয়া রাম' গানটি গেয়ে রিল বানাতে দেখা গিয়েছে ।
সামনে এসেছে তানজিনিয়ার সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েনসর কিলি পলের ভিডিও। যাতে তানজিনিয়ান স্টারকে নিজের গলায় 'রাম সিয়া রাম' গানটি গেয়ে রিল বানাতে দেখা গিয়েছে ।
সোমবারই উদ্বোধন হয়েছে অযোধ্যায় রাম মন্দির। রাম লালার প্রাণ প্রতিষ্ঠার পর মঙ্গলেই সাধারণ ভক্তদের জন্য খুলে দেওয়া হয় মন্দির। প্রায় ৫ লাখ ভক্ত এদিন রাম লালার দর্শন করেন।
ভিড় সামাল দিতে নাজেহাল হতে হয় যোগী প্রশাসনকে। তারপর আজ বুধবার ভিড় নিয়ন্ত্রণে ১হাজার জওয়ান মন্দিরে মোতায়েন করা হয়েছে। 'রামলালা'র প্রাণ প্রতিষ্ঠা নিয়ে উচ্ছ্বসিত গোটা দেশ। উচ্ছ্বাসের ঢেউ দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও সমান ভাবে ধরা পড়েছে। টাইমস স্কোয়ার থেকে আইফেল টাওয়ার বিশ্ব যেন এক লহমায় রাম ময় হয়ে উঠেছে।
এমন সময়ে সামনে এসেছে তানজিনিয়ার সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েনসর কিলি পলের ভিডিও। যাতে তানজিনিয়ান স্টারকে নিজের গলায় 'রাম সিয়া রাম' গানটি গেয়ে রিল বানাতে দেখা গিয়েছে । সেই সঙ্গে কিলি জানিয়েছেন, 'আমিও রাম লালারআমি আশীর্বাদ চাই। আমি রাম মন্দির দর্শন করতে বিশেষভাবে আগ্রহী'। শেষে জয় শ্রী রাম লিখে শেষ করেছেন তিনি।