অজগরের মাথা চিবিয়ে খেয়ে নিল বিশালাকার কিং কোবরা, দেখুন ভিডিওতে

লড়াই করার পর তাঁকে আঘাত করে ক্লান্ত করে দিয়ে কিং কোবরা তার মাথাটিকে কামড়ে ধরে।

লড়াই করার পর তাঁকে আঘাত করে ক্লান্ত করে দিয়ে কিং কোবরা তার মাথাটিকে কামড়ে ধরে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

কিং কোবরার দৈর্ঘ্য প্রায় ১৫ ফুট। তেমন তাগরাই চেহারা। যার সঙ্গে লড়াইয়ে হার মানতে হল অজগরকে। পর পর তিনটি ভিডিওতে ভাইরাল সেই ভয়ঙ্কর মুহূর্ত। লড়াই করার পর তাঁকে আঘাত করে ক্লান্ত করে দিয়ে কিং কোবরা তার মাথাটিকে কামড়ে ধরে।

Advertisment

বেশ কিছুক্ষণ পর, আসতে আসতে গোটা শরীরটাকে গিলে খেতে থাকে সে।

Advertisment

Shea Hayley Within Striking Distance নামের এক ইউটিউব চ্যানেলে পোস্ট করা হয় তিনটে ভিডিও। যা দেখে অবাক নেট পাড়া। তারা জানিয়ছে এই কিং কোবরা সবচেয়ে বড়। যার কাছে হার মানা কোনও অবাক বিষয় নয়। কিন্তু এমন দৃশ্য চাক্ষুষ করা সচরাচর হয় না।

viral viral news