করোনা পরিস্থিতির ভয়াবহতা অনেকটা কমেছে। এক এক করে খুলছে কারখানা অফিস। সম্প্রতি চিনের একটি কারখানা খোলার পর, সেই উপলক্ষেই চুমুর প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল।
জানা যায়, ও সুঝৌতে প্রথম কোভিড-১৯ কোপ বসিয়েছিল। একটি আসবাব কারখানার খোলার পর সেখানে এ হেন প্রতিযোগীতার আয়োজন করা হয়। যার ভিডিও ভাইরাল হয়ে পরে সোশাল মিডিয়ায়।
এরপরই, সমালোচনার ঝড়ও উঠেছে। কারখানার কর্তৃপক্ষের অবশ্য যুক্তি , ঠোঁটের মিলন সরাসরি ঘটেনি। মাঝখানে ছিল স্বচ্ছ কাচের দেওয়াল ছিল। তার দু’পাশ থেকেই চুম্বন করেছে ১০টি যুগল। কাচগুলো স্যানিটাইজ করা হয়েছে। তিনি আরও বলেন, ‘অতিমারির জন্য সবাই খুব চিন্তায় ছিল। অনেকেই অবসাদে চলে গিয়েছে। যা কারখানার কাজে আঘাত আনতে পারে। তাই সেই থমথমে পরিবেশ খানিক লঘু করতেই এই সিদ্ধান্ত। প্রতিযোগীদের মধ্যে অনেকেই দম্পতি ছিলেন, যাঁরা সহকর্মী।’
কিন্তু এসময়ে থমথমে পরিবেশ মুছে ফেলতে অন্য সিদ্ধান্ত নিতে পারতেন কর্তৃপক্ষ। এমন মন্তব্য করেন নেটিজেনদের একাংশ।
A furniture factory in E. China’s Suzhou attracts people’s attention as its employees celebrated resumption of work in a special way- kiss competition with a clear disinfected glass between each pair of participants. pic.twitter.com/G0CBiU4ioK
— Global Times (@globaltimesnews) April 19, 2020
#China A furniture factory in Suzhou, Jiangsu had a “Kissing Contest” to celebrate the factory resuming work.
The organisers said this event can help the factory workers relax & there’s a transparent glass between the kissers.
Allegedly some of the participants are not couples. pic.twitter.com/9BWWpBkaAs
— W. B. Yeats (@WBYeats1865) April 19, 2020
So cringey…
— SonderAbteilung【K1NG】 (@SonderAbteilung) April 19, 2020
Nothing is impossible in China, wth xoxo
— Since062019 (@since069) April 20, 2020
They’ve some problems, definitely ????
— jojoleung (@jojoleung6) April 20, 2020
Disgusting
— ● fallen angel ● (@celineeesays) April 20, 2020