Advertisment

করোনা পরিস্থিতিতে মনের ভার লাঘব করতে চুমুর প্রতিযোগিতা চিনে

অনেকেই অবসাদে চলে গিয়েছে। যা কারখানার কাজে আঘাত আনতে পারে। তাই সেই থমথমে পরিবেশ খানিক লঘু করতেই এই সিদ্ধান্ত।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

করোনা পরিস্থিতির ভয়াবহতা অনেকটা কমেছে। এক এক করে খুলছে কারখানা অফিস। সম্প্রতি চিনের একটি কারখানা খোলার পর, সেই উপলক্ষেই চুমুর প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল।

Advertisment

জানা যায়, ও সুঝৌতে প্রথম কোভিড-১৯ কোপ বসিয়েছিল। একটি আসবাব কারখানার খোলার পর সেখানে এ হেন প্রতিযোগীতার আয়োজন করা হয়। যার ভিডিও ভাইরাল হয়ে পরে সোশাল মিডিয়ায়।

এরপরই, সমালোচনার ঝড়ও উঠেছে। কারখানার কর্তৃপক্ষের অবশ্য যুক্তি , ঠোঁটের মিলন সরাসরি ঘটেনি। মাঝখানে ছিল স্বচ্ছ কাচের দেওয়াল ছিল। তার দু’পাশ থেকেই চুম্বন করেছে ১০টি যুগল। কাচগুলো স্যানিটাইজ করা হয়েছে। তিনি আরও বলেন,  ‘অতিমারির জন্য সবাই খুব চিন্তায় ছিল। অনেকেই অবসাদে চলে গিয়েছে। যা কারখানার কাজে আঘাত আনতে পারে। তাই সেই থমথমে পরিবেশ খানিক লঘু করতেই এই সিদ্ধান্ত।  প্রতিযোগীদের মধ্যে অনেকেই দম্পতি ছিলেন, যাঁরা সহকর্মী।’

কিন্তু এসময়ে থমথমে পরিবেশ মুছে ফেলতে অন্য সিদ্ধান্ত নিতে পারতেন কর্তৃপক্ষ। এমন মন্তব্য করেন নেটিজেনদের একাংশ।

coronavirus Lockdown corona
Advertisment