চলন্ত ট্রেনে রোম্যান্স! ভিডিও দেখে মাথায় হাত, দেখুন ভিডিও

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে, এক দম্পতিকে তাদের জীবনের ঝুঁকি নিয়ে চলন্ত ট্রেনে একে অপরকে চুম্বন করতে দেখা যাচ্ছে।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে, এক দম্পতিকে তাদের জীবনের ঝুঁকি নিয়ে চলন্ত ট্রেনে একে অপরকে চুম্বন করতে দেখা যাচ্ছে।

author-image
IE Bangla Web Desk
New Update
viral kiss video, train kiss video, train viral kiss video, train gate kiss video, kiss ka video,

ট্রেনের গেটে তড়িৎ গতিতে চুম্বন!ভিডিও দেখে হুঁশ উড়লো নেটিজেনদের। সোশ্যাল মিডিয়ায় কখন কী ভাইরাল হবে তা আগে থেকে বলা রীতিমত মুসকিল। আজকাল এমন কিছু ভিডিও ভাইরাল হচ্ছে, যা দেখার পর এক মুহুর্তের জন্য নিজের চোখকেও বিশ্বাস করতে পারছেন না মানুষজন। ভিডিওটি দেখার পর নেটিজেনদের মনে একটাই প্রশ্ন! কীভাভে মানুষ এটা করতে পারে?

Advertisment

এমনই একটি মারাত্মক ভিডিও ভাইরাল হচ্ছে নেটদুনিয়ায়। ট্রেনের গেটে দাঁড়িয়ে ভ্রমণ উপভোগ করতে গিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছে অভিনেতা সোনু সুদকে। কিছু মানুষ আছেন যারা প্রায়ই ট্রেনের গেটে দাঁড়িয়ে যাতায়াত করেন। জীবনের ঝুঁকি নিয়ে তারাই যাতায়াত করেন। কিন্তু এবার এমনই একটি ভিডিও সামনে এসেছে যা দেখে ঝাম ঝরেছে নেটিজেনদের। ভিডিও দেখে আপনিও অবাক হয়ে যাবেন।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে, এক দম্পতিকে তাদের জীবনের ঝুঁকি নিয়ে চলন্ত ট্রেনে একে অপরকে চুম্বন করতে দেখা যাচ্ছে। আপনি এই ভিডিওতে আরও দেখতে পাচ্ছেন যে ছেলেটি চলন্ত ট্রেনের গেট থেকে ঝুঁকে পড়ে চুমু খাওয়ার চেষ্টায় মরিয়া।ট্রেনটিও সেই মুহূর্তে একটি বিপজ্জনক সেতুর ওপর দিয়ে যাচ্ছে। ট্রেনের গেট থেকে বেরিয়ে এসে দুজনেই রোম্যান্সে মত্ত। কোন ভয়ডর ছাড়াই চলন্ত ট্রেনের দরজায় রোম্যান্সে মত্ত দম্পতি। এই ভিডিও বানানোর সময় সামান্য ভুলেও হতে পারত বড়সড় দুর্ঘটনা।

Advertisment

এই ভিডিওটি শেয়ার করেছেন একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী। সেই সঙ্গে ভিডিওটি ভাইরাল হলে ব্যবহারকারীদের নানান প্রতিক্রিয়াও সামনে এসেছে। একজন ব্যবহারকারী লিখেছেন 'রোমান্টিক ভাবে মারা যাওয়ার সেরা উপায়'। একজন ব্যবহারকারী লিখেছেন, 'এটা ভালোবাসা প্রকাশের সঠিক উপায় নয়'। সামান্য ভুলেও জীবনটা নষ্ট হয়ে যেতে পারে। ভিডিওটি কোথা থেকে ভাইরাল হয়েছে সে সম্পর্কে কোনও তথ্য সামনে আসেনি।

viral Trending News