scorecardresearch

কলকাতার কনসার্ট নিয়ে উচ্ছ্বসিত ছিলেন কেকে নিজেও! ইন্সটাগ্রামে দিয়েছিলেন সেই বার্তা

এদিন মঞ্চে প্রচণ্ড ঘামছিলেন গায়ক। কিছুটা অস্বস্তিও বোধ করছিলেন

Singer KK demise, সঙ্গীতশিল্পী কেকে প্রয়াত, bengali news today
প্রয়াত সঙ্গীতশিল্পী KK

‘আলভিদা!’ কলকাতার কনসার্টে অসুস্থ হয়ে প্রয়াত গায়ক কেকে, শোকস্তব্ধ আসমুদ্রহিমাচল! কলকাতার এই শো’ নিয়ে রীতিমত উচ্ছ্বসিত ছিলেন কেকে নিজেও। ইন্সটাগ্রামে পোস্ট করেন এই শো’ সম্পর্কে। কী লিখেছিলেন তিনি? কেকে গতকালে শো’ সম্পর্কে এক ইন্সটাগ্রাম পোস্টে লেখেন, “আজ রাতেই নজরুল মঞ্চে গুরুদাস কলেজের কনসার্ট উপলক্ষে তোমাদের সকলের সঙ্গে দেখা হচ্ছে। তোমাদের সকলের সঙ্গে আজ রাতেই দেখা হচ্ছে। তোমাদের সকলকে ভালবাসি!”

বাংলা, হিন্দি, তামিল, কান্নাড়, মারাঠি একাধিক ভারতীয় ভাষায় গান গেয়েছেন কেকে। তাঁর প্রয়াণে ভেঙে পড়েছেন ২৭ বছরের বন্ধু মিউজিক কম্পোজার জিৎ গঙ্গোপাধ্যায়। শোকের ছায়া বাংলা সঙ্গীতজগতেও। ইমন চক্রবর্তী, অনুপম রায়-সহ অনেকেই শোকপ্রকাশ করেছেন। জিতের কাছ থেকে ফোনে শুনে বিশ্বাস-ই করতে পারছেন না সোনু নিগম। চিকিৎসকদের প্রাথমিক অনুমান, হৃদরোগে আক্রান্ত হয়েই প্রয়াত শিল্পী। তবে নিশ্চিত হওয়ার জন্য আজ, বুধবার ময়নাতদন্ত হবে সঙ্গীতশিল্পীর মরদেহের।

তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার গভীর রাতেই সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, “কৃষ্ণকুমার কুন্নাথ, আমরা যাঁকে কেকে নামেই বেশি চিনি, তাঁর অকাল মৃত্যুতে আমরা শোকাহত। ওঁর গান সব বয়সের শ্রোতাদের আবেগপ্রবণ করেছে। আমরা ওঁকে ওঁর গানের মধ্যে দিয়েই মনে রাখব। ওঁর পরিবারের সদস্য এবং অনুরাগীদের জন্য সমবেদনা জানাই। ওম শান্তি”।

সঙ্গীতশিল্পী কৃষ্ণকুমার কুন্নাথ ওরফে কেকে-র অকাল প্রয়াণে শোকস্তব্ধ আসমুদ্রহিমাচল। এবার গায়কের মৃত্যুতে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে নিউ মার্কেট থানার পুলিশ। তাঁর মৃত্যু কি স্বাভাবিক না কি অন্য কোনও রহস্য রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখছে পুলিশ।

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Bengali App.

Web Title: Know about singer kk last instagram post