New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/09/cats-115.jpg)
মার্বেলের ওপর শাহরুখের ৩০ ফুটের প্রতিকৃতি, জওয়ানের সাফল্যে কলকাতার শিল্পীর অনন্য প্রতিভা
কলকাতার শিল্পীর অনন্য প্রতিভা চমকে দিয়েছেন সকলকেই।
মার্বেলের ওপর শাহরুখের ৩০ ফুটের প্রতিকৃতি, জওয়ানের সাফল্যে কলকাতার শিল্পীর অনন্য প্রতিভা
শাহরুখ খান তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি জওয়ান-এর মাধ্যমে আবারও বক্স অফিসে 'আগুন' লাগিয়েছেন। অ্যাটলি কুমারের পরিচালনায় হিন্দি সিনেমার ইতিহাসে সর্ববৃহৎ ওপেনিংয়ের রেকর্ড ভেঙেছে জওয়ান। অ্যাকশনে ভরপুর এই ছবিটি প্রথম দিনেই আয় করেছে ৭৪ কোটি টাকা।
জওয়ানের জন্য 'উন্মাদনা' দেশজুড়ে। এরই মধ্যে, কলকাতার এক শিল্পী সাদা মার্বেলের টুকরো দিয়ে শাহরুখের ৩০ ফুটের একটি প্রতিকৃতি তৈরি করেছেন। প্রীতম বন্দ্যোপাধ্যায় নিজের তৈরি শিল্পকর্ম ইনস্টাগ্রাম পোস্টে শেয়ার করেন। ক্লিপে, তাকে মার্বেলের টুকরো দিয়ে কিং খানের অত্যাশ্চর্য প্রতিকৃতিটি ফুটিয়ে তুলতে দেখা যায়।
দুই দিন আগে পোস্ট করা ভিডিওটি ইতিমধ্যেই 2.4 মিলিয়নেরও বেশি ভিউ পেয়েছে। "ভাই আপনি মিলিয়ন লাইকের যোগ্য," লিখেছেন এক ইউজার। অপর এক ইউজার লিখেছেন 'হ্যাটস অফ'। সম্প্রতি, শিল্পপতি আনন্দ মাহিন্দ্রা অভিনেতাকে "প্রাকৃতিক সম্পদ" হিসাবে ঘোষণা করার দাবি জানিয়েছেন।
ভিডিওটি দেখুন: