Advertisment

জিভে জল আনা ক্যাণ্ডি, শৈশবের দস্যিপনার স্মৃতি রোমন্থন! নস্ট্যালজিক নেটপাড়া  

শৈশবের দস্যিপনার স্মৃতি মনে করে নস্ট্যালজিক নেটপাড়া, জিভে জল আনা ক্যাণ্ডি ফিরিয়ে দিল স্কুলের দিনগুলি

author-image
IE Bangla Web Desk
New Update
Kolkata,VIral Video,Instagram, instagram video, kolkata viral video, kolkata latest viral video, kolkata latest video, viral video of the day, viral news,

শৈশবের দস্যিপনার স্মৃতি মনে করে নস্ট্যালজিক নেটপাড়া, জিভে জল আনা ক্যাণ্ডি ফিরিয়ে দিল স্কুলের দিনগুলি

কলকাতার রাস্তায় দেদার বিকোচ্ছে ৯০-এর দশকের ক্যাণ্ডি, দূরন্তপনার ভিতরে শৈশবের সেই ফেলে আসা দিনগুলিকে মনে করে  নস্ট্যালজিক হয়ে পড়েন নেটিজেনরা।  

Advertisment

আপনার কি মনে আছে শৈশবের সেই দিনগুলির কথা?যখন স্কুল থেকে বাড়ি ফেরার পথে মুখরোচক আচার অথবা আমপাচক কিনে বন্ধুদের সঙ্গে খেতে খেতে বাড়ি ফিরতেন।  সময় বদলের সঙ্গে সঙ্গে হারিয়ে গিয়েছে সেই সব সুস্বাদু চকলেট, হজমোলার পাউচ, আম পাচক, আচার সহ ৯০ এর দশকের সেই সব অমূল্য সম্ভার।  সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় খুব দ্রুত ভাইরাল হচ্ছে। ভিডিওতে এক বিক্রেতাকে রাস্তার ধারে ঠেলা গাড়ি করে সেই সব ক্যান্ডি, আচার বিক্রি করতে দেখা যাচ্ছে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর নব্বই দশকের অনেকেই স্মৃতি রোমন্থন করে নস্ট্যালজিক হয়ে পড়েছেন।

ভিডিওতে দেখা যায়, কলকাতার রাস্তায় এক ব্যক্তি ৯০-এর দশকের সেই সব জিভে জল আনা লজেন্স, আচার বিক্রি করছেন। সেই সঙ্গে আশেপাশের লোকজনও তা কিনতে ব্যস্ত। অনেকেই এই ভিডিওটি পছন্দ করেছেন। বিক্রেতার নাম মোমিন, যিনি গত ২২ বছর ধরে স্টলটি চালাচ্ছেন বলে জানা গিয়েছে। চভিডিওটি এখন পর্যন্ত হাজার হাজার মানুষ লাইক করেছেন। এই ভিডিওটি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন মেঘা দাশগুপ্ত নামে এক ব্লগার।

ভিডিওটিতে মন্তব্য করে একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী বলেছেন, "আমি এনাকে চিনি। আমি নিয়মিত এনার কাছ থেকেই লজেন্সগুলি কিনতাম..., ফেলে আসা  সেই সোনালি দিনগুলি।" অন্য একজন ব্যবহারকারী বলেছেন, "এই ভিডিওটি আমাকে আমার শৈশবের দিনগুলি ফিরিয়ে দিয়েছে।  এটি সত্যিই একটি ফ্ল্যাশব্যাকের মতো।" সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি বেশ পছন্দ করেছেন নেটিজেনরা।

Viral Video
Advertisment