/indian-express-bangla/media/media_files/2025/01/15/OeAc5zCd9B78efE6AtyZ.jpg)
ধ্যানে মগ্ন, ৪০ বছর ধরে পালন করছেন মৌন ব্রত, এর মাঝেই UPSC প্রার্থীদের IAS হতে সাহায্য করছেন এই সাধুবাবা! Photograph: (ফাইল ছবি)
Maha Kumbh Mela 2025:৪০ বছর ধরে নীরব থেকেও UPSC প্রার্থীদের আইএএস হতে সাহায্য করেন এই সাধুবাবা! কাহিনী চমকে দেবে!
মহাকুম্ভ নিয়ে সারা বিশ্বে আলোচনা চলছে। ১৩ জানুয়ারি থেকে প্রয়াগরাজে শুরু হয়েছে মহাকুম্ভ মেলা। মহাকুম্ভ মেলায় দেখা মিলল 'চাই ওয়ালে বাবা'র। যিনি ৪০ বছর মৌন ব্রত পালন করেও UPSC প্রার্থীদের আইএএস হতে সাহায্য করে চলেছেন।
মকর সংক্রান্তির পবিত্র দিনে পূন্য স্নানে কোটি কোটি পূনার্থী ত্রিবেণী সঙ্গমে বিশ্বাসের ডুব দিয়েছেন। দেশ-বিদেশের বিপুল সংখ্যক ঋষি-সাধুরা সঙ্গম নগরীতে এসে হাজির হয়েছেন। এর মাঝেই সামনে আসছে নানান চমকপ্রদ কাহিনী। মহাকুম্ভ মেলায় হাজির হয়েছেন প্রতাপগড়ের বিখ্যাত 'চাই ওয়ালে' বাবা। যিনি গত ৪০ বছর ধরে চা আর তরল জাতীয় খাবার ছাড়া কিছুই খাননি। কারোর সঙ্গে কোন কথাও বলেন নি। অথচ পড়ুয়াদের আইএএস হতে সাহায্য করে চলেছেন তিনি।
সংবাদ সংস্থা ANI-এর এক প্রতিবেদন অনুসারে, বাবা প্রতিদিন কেবল চা পান করেই বেঁচে থাকেন। বাবা প্রতিদিন ১০ কাপ চা পান করেই জীবনযাপন করছেন। তিনি UPSC পড়ুয়াদের গাইড করে চলেছেন বছরের পর বছর। নীরব ধ্যানে মগ্ন থেকেও অঙ্গভঙ্গি এবং হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে পড়ুয়াদের যাবতীয় প্রশ্নের উত্তর দিয়ে থাকেন তিনি। এই বাবার আজব কাহিনী সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হচ্ছে।