New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/07/cats_a55d90.jpg)
প্রশ্ন উঠতে শুরু করেছে এই হাওয়াই চটি কে পড়ে?
প্রশ্ন উঠতে শুরু করেছে এই হাওয়াই চটি কে পড়ে?
প্রশ্ন উঠতে শুরু করেছে এই হাওয়াই চটি কে পড়ে?
Viral Video: শিরোনামে এবার নীল-সাদা চপ্পল। লাখ টাকা দামের এই হাওয়াই চটি দেখে বুক কাঁপল নেটপাড়ার। ঝড়ের বেগে ভাইরাল হল ভিডিও।
নীল সাদা এক হাওয়াই চটি! তাই নাকি বিক্রি হচ্ছে লাখ টাকায়! ভিডিও দেখে সোশ্যাল মিডিয়ায় জোর চর্চায়। প্রশ্ন উঠতে শুরু করেছে এই হাওয়াই চটি কে পড়ে?
ব্যবসা দুর্দান্ত আইডিয়া এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। দেশ থেকে ১০০ টাকায় কিনে নিয়ে লাখ টাকায় বিক্রি করুন হাওয়াই চটি। সোশ্যাল মিডিয়ায় আজকাল একটি ভিডিও ভাইরাল। ভিডিওতে একটি স্লিপার দেখা যাচ্ছে, যার দাম লাখ টাকার কাছাকাছি।
আরও পড়ুন -< Emotional video: সার্থক হল মায়ের সংগ্রাম, ছেলের সাফল্যে হাপুস নয়নে কান্না সবজী বিক্রেতা মহিলার, দেখুন ভিডিও >
We Indians use these sandals as a toilet footwear 😀 pic.twitter.com/7EtWY27tDT
— Rishi Bagree (@rishibagree) July 16, 2024
ভিডিওটি সৌদি আরবের কুয়েতের বলে জানা গেছে। কুয়েতের একটি দোকান সম্প্রতি ইনস্টাগ্রামে কিছু "ট্রেন্ডি স্যান্ডেল" এর একটি ভিডিও শেয়ার করেছে। যেখানে দেখা যাচ্ছে একটি নীল-সাদা হাওয়াই চপ্পল। যার দাম লাখ টাকা। ভিডিওটি শেয়ার করা মাত্রই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।