Viral Video: শ্রমিক থেকে হয়ে উঠলেন সরকারি স্কুলের শিক্ষক, ইন্সটা রিলে ফুটে উঠল সংগ্রাম কাহিনী
সোশ্যাল মিডিয়ায় একজন ব্যক্তির এক ভিডিও ভাইরাল হচ্ছে। যিনি তার কঠোর পরিশ্রমের মাধ্যমে শ্রমিক থেকে হয়ে উঠেছেন সরকারি স্কুলের শিক্ষক। তার এই কাহিনী চমকে দিয়েছে লাখ লাখ মানুষকে।
শ্রমিক থেকে হয়ে উঠলেন সরকারি স্কুলের শিক্ষক। যুবকের সংগ্রাম কাহিনী তাক লাগাবে।
Advertisment
সোশ্যাল মিডিয়ায় একজন ব্যক্তির এক ভিডিও ভাইরাল হচ্ছে। যিনি তার কঠোর পরিশ্রমের মাধ্যমে শ্রমিক থেকে হয়ে উঠেছেন সরকারি স্কুলের শিক্ষক। তার এই কাহিনী চমকে দিয়েছে লাখ লাখ মানুষকে।
স্বপ্ন পূরণের লক্ষ্যে কঠোর পরিশ্রমের এক কাহিনী সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ব্যক্তির এই কাণ্ড চমকে দিয়েছে লক্ষ মানুষকে। যিনি তার কঠোর পরিশ্রমের জেরে নিজেকে শ্রমিক থেকে শিক্ষকে পরিণত করেছেন।
রাজস্থানের কিষাণ মীনার গল্প অবাক করতে বাধ্য। কিশান তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও শেয়ার করেছেন। সেই সঙ্গে তিনি একটি ক্যাপশনও পোস্ট করেছেন, যাতে লেখা - 'সংগ্রাম ছাড়া বেঁচে থাকাটাই অর্থহীন'।
কীভাবে শ্রমিক থেকে হয়ে উঠলেন এক সরকারি স্কুলের শিক্ষক? ইন্সটা রিলের মাধ্যমে তিনি তার সংগ্রামের যাত্রা তুলে ধরেছেন। ভাইরাল রিলে নিজের অনেক ছবি শেয়ার করেছেন কিশান।
যেখানে তাকে একটি নির্মীয়মান ভবনে শ্রমিক হিসেবে কাজ করতে দেখা যায়। এ ছাড়া তিনি নিরাপত্তারক্ষী হিসেবেও কাজ করতেন তিনি । সেই সঙ্গে চালিয়ে গিয়েছে নিজের পড়াশোনাও। পরিশ্রমের ফল হাতে নাতে পেয়েছেন তিনি।
কিষানের এই লড়াই দেখে আবেগপ্রবণ হয়ে পড়েছেন ব্যবহারকারীরা। ভিডিওটি এখন পর্যন্ত ৯ লাখের বেশি মানুষ লাইক করেছেন। তার জীবনকাহিনীকে অনেকেই তাদের অনুপ্রেরণা বলে মন্তব্য করছে। একজন ব্যবহারকারী লিখেছেন – মানুষ সংগ্রাম দেখে না, তারা কেবল সাফল্য দেখে। আরেকজন লিখেছেন- এত কঠিন তপস্যার পর সাফল্যের মূল্য চারগুণ হয়ে যায়। তৃতীয় একজন লিখেছেন- খুবই অনুপ্রেরণামূলক কাজ….অনেক শুভেচ্ছা।